গাজীপুরে ইলেকট্রনিকস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

Looks like you've blocked notifications!

গাজীপুরের ধীরাশ্রম এলাকায় মাইওয়ান ও মিনিস্টার ইলেকট্রনিকস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়র সার্ভিসের ১৫টি ইউনিট। আজ শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মামুন রশিদ জানান, আজ সকালে মিনিস্টার ইলেকট্রনিকস কারখানার ছয়তলায় প্যাকিং সেকশনে আগুনের সূত্রপাত হয়। সেখানে কারখানায় প্রস্তুত করা বিপুল পরিমাণ এলইডি টিভিসহ অন্যান্য পণ্যসামগ্রী পুড়ে যায়। মুহূর্তেই আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। ওই সময় বাতাসের কারণে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে না পারায় আগুন ভবনের পাঁচতলায় ছড়িয়ে পড়ে। সেখানে বিভিন্ন পণ্যের কার্টন ও ফ্রিজ তৈরির ফোমসহ অন্যান্য কাঁচামালে আগুন ছড়িয়ে পড়ে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলেও জানান তিনি।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের গাজীপুর, টঙ্গী, শ্রীপুর, সাভার ও ঢাকা থেকে ১৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।