ইলিশে ঝোঁক ক্রেতাদের, দাম নিয়ে অসন্তুষ্টি

Looks like you've blocked notifications!

রাজধানীর বিভিন্ন বাজার ইলিশে সয়লাব। ক্রেতারা ইলিশের দিকেই বেশি ঝুঁকছেন। তবে দাম নিয়ে অসন্তোষ রয়েছে ক্রেতাদের মধ্যে।

আজ শুক্রবার ঢাকার কারওয়ান বাজার, যাত্রাবাড়ী, শনির আখড়া, টিকাটুলী, রায়সাহেব বাজার, মতিঝিলসহ একাধিক বাজারে গিয়ে দেখা গেছে দেশি ও সামুদ্রিক মাছের চেয়ে ইলিশ মাছের প্রতি মানুষের আগ্রহ বেশি রয়েছে। অনেকে বেশি পরিমাণে ইলিশ কিনে তা মজুদ করছেন।

তাহেরা নামের এক নারী বাজার করতে এসেছেন যাত্রাবাড়ীতে। তিনি এনটিভি অনলাইনকে জানান, এখন ইলিশ মাছের মৌসুম, তার পরও মাছের দাম অনেক বেশি। গত বছর অনেক কম দামে ইলিশ মাছ কিনেছেন বলে জানান তিনি। কিন্তু এবার দাম অনেক বেশি বলে তিনি অভিযোগ করেন।

তাহেরা বলেন, ‘আমি দয়াগঞ্জে থাকি। মনে করেছিলাম যাত্রাবাড়ীতে ইলিশ মাছের দাম কম হবে। তাই এখান থেকে কিনতে এসেছি। কিন্তু এখানে এসে দেখি প্রতি কেজি এক হাজার থেকে এক হাজার ২০০ টাকার মধ্যে রাখা হচ্ছে। তবে ডিমছাড়া মাছ হলে দাম আরো বেশি রাখা হচ্ছে। আর ছোট ইলিশ মাছের কেজি ৬০০ থেকে ৭০০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে।’

আবদুল গাফফার নামের এক ক্রেতা বলেন, ‘কারওয়ান বাজারে ইলিশ মাছের অনেক দাম রাখা হচ্ছে। ৯০০ গ্রামের ইলিশ মাছ ৮০০ টাকা চাওয়া হচ্ছে। আবার অনেকে হালি হিসেবে মাছ বিক্রি করছেন।’

গাফফার আরো বলেন, ‘বাজারে তো অনেক ইলিশ মাছ দেখা যাচ্ছে। তারপরেও দাম কম রাখা হচ্ছে না। মাছের বাজারে মনে হচ্ছে সিন্ডিকেট রয়েছে। ভোক্তা অধিকারসহ অন্যদের বাজার মনিটর করা আবশ্যক। তাহলে সবাই ন্যায্যমূল্যে মাছ পাবে।’

রহমত নামের এক মাছ ব্যবসায়ী এনটিভি অনলাইনকে বলেন, ‘এখন ইলিশ মাছ বাজারে আসছে। কিন্তু আমাদের বেশি দাম দিয়ে মোকাম থেকে মাছ কিনে আনতে হয়। এ ছাড়া মিঠাপানির ইলিশ মাছের দামটা বেশি।’

রহমত আরো বলেন, ‘কারওয়ান বাজারে এক কেজির বেশি ওজনের মাছ এক হাজার থেকে বারোশর মধ্যে বিক্রি করা হচ্ছে। এ ছাড়া ৭০০ থেকে ৮০০ গ্রামের ইলিশ মাছ ৫৫০ থেকে ৭০০ টাকা দরে বিক্রি করা হচ্ছে।’

এদিকে সরেজমিনে দেখা গেছে, ইলিশ মাছের প্রভাবে বাজারে অন্যান্য মাছের দাম কিছুটা কমেছে। প্রতি কেজি রূপচাঁদা মাছ ৮০০ থেকে ৯০০ টাকা দরে বিক্রি হচ্ছে। আকারভেদে রুই মাছ বিক্রি হচ্ছে ২২০ থেকে ৩০০ টাকা দরে। মৃগেল মাছ কেজিপ্রতি ১৮০ থেকে ২৫০ টাকা, বাইলা মাছ কেজিপ্রতি ৪০০ টাকা, চিংড়ি প্রকারভেদে কেজিপ্রতি ৪০০ থেকে ৭০০ টাকা, প্রতি কেজি তেলাপিয়া ১২০ থেকে ১৬০ টাকা এবং পাঙাশ ১০০ থেকে ১২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।