রেললাইনে আটকে গেল পা, প্রাণ হারালেন বৃদ্ধ

Looks like you've blocked notifications!

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। আজ শনিবার সন্ধ্যায় জয়দেবপুর রেলওয়ে স্টেশনে রেললাইন পার হওয়ার সময় ওই ঘটনা ঘটে। রেললাইনে পা আটকে যায় তাঁর।

নিহত ব্যক্তির নাম যোগেন্দ্র চন্দ্র রায় (৭২)। নীলফামারী জেলায় স্বাস্থ্যবিভাগের কর্মকর্তা হিসেবে অবসর নেন তিনি। গাজীপুর জেলা শহরের মধ্য ছায়াবিথী এলাকায় বসবাস করতেন যোগেন্দ্র।

জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) সানু মং মার্মা ও নিহতের ছেলে গাজীপুর ডায়াবেটিক হাসপাতালের চিকিৎসক তমাল রায় জানান, আজ শনিবার সন্ধ্যায় জয়দেবপুর রেলওয়ে স্টেশনে লাইন পার হওয়ার সময় যোগেন্দ্র চন্দ্র রায়ের একটি পা রেললাইনে আটকে যায়। ওই সময় জয়দেবপুর স্টেশন থেকে ছেড়ে যাওয়া চাঁপাইনবাবগঞ্জগামী আন্তঃনগর চাঁপাই এক্সপ্রেস ট্রেনের নীচে কাটা পড়েন তিনি। এতে তাঁর কোমর থেকে ডান পা বিচ্ছিন্ন হয়ে যায়।

স্থানীয়রা তাঁকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক যোগেন্দ্র চন্দ্র রায়কে মৃত ঘোষণা করেন।