হাসপাতালে নবজাতককে রেখে পালালেন বাবা-মা!

Looks like you've blocked notifications!

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সদ্যভূমিষ্ঠ হওয়া এক নবজাতকের বাবা-মাকে খুঁজছে কর্তৃপক্ষ।

গতকাল শনিবার সন্ধ্যা ৭টা থেকে নবজাতকটি হাসপাতালে ১০৬ নাম্বার ওয়ার্ডের থাকলেও ‘রহস্যজনকভাবে নিখোঁজ’ হয়েছেন তার মা-বাবা। রাত ২টা পর্যন্ত তাদেরকে খুঁজে বের করার চেষ্টা করছিল মেডিকেল কর্তৃপক্ষ।

ঢামেক হাসপাতালের ওয়ার্ড মাস্টার আব্দুল গফুর বলেন, নথিতে দেখা যায়, গত শুক্রবার ভোর ৫টায় সিজারের মাধ্যমে শিশুটির জন্ম হয়। নবজাতকটির মার নাম নাহার ও বাবার নাম রাসেল। তাদের ঠিকানা লেখা রয়েছে মিরপুর-১।

নবজাতক ও মা সুস্থ থাকার কারণে তাদের ১০৬ নম্বর ওয়ার্ডে রাখা হয়। সেখানেই সন্তানকে রেখে নিখোঁজ হন নাহার ও রাসেল। পরে হাসপাতাল কর্তৃপক্ষ শিশুটিকে ২১১ নম্বর ওয়ার্ডে নবজাতক বিভাগে স্থানান্তর করে। এখন সে সেখানেই আছে।

ঢামেক পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বলেন, ঘটনা জানার পর আমরা ওয়ার্ড পরিদর্শন করেছি। ওয়ার্ডের লোকজনের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, সন্ধ্যায় নবজাতকটির বাবা-মার মধ্যে ঝগড়া হয়। এরপর থেকেই তাঁরা নিখোঁজ হন।