শৃঙ্খলা ভঙ্গের কারণে শোভন-রাব্বানীকে অব্যাহতি : কাদের

Looks like you've blocked notifications!
রূপগঞ্জে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ছবি : এনটিভি

শৃঙ্খলা ভঙ্গের কারণে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘এত বড় সংগঠনের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর দ্রুত পদক্ষেপ নজিরবিহীন ঘটনা।’

আজ রোববার নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ভুলতা ফ্লাইওভার পরিদর্শন করে এ কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। ৩৭৫ কোটি টাকা ব্যয়ে চার লেনবিশিষ্ট ভুলতা ফ্লাইওভার নির্মাণ করা হয়েছে। যানজট নিরসন ও জনদুর্ভোগ কমাতে আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই এটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়।

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতির পদ থেকে রেজওয়ানুল হক শোভন ও সাধারণ সম্পাদকের পদ থেকে গোলাম রাব্বানীকে সরিয়ে দেওয়া হয়েছে। গতকাল শনিবার রাতে গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় ওই সিদ্ধান্ত নেওয়া হয়। 

ওবায়দুল কাদের বলেন, ‘অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নিয়েছে। তাই যত বড় ক্ষমতাধর হোক, তাদের ছাড় দেওয়া হবে না।’

তিনি বলেন, ‘ইতিহাসে আছে এভাবে একটি কমিটি হওয়ার পর প্রেসিডেন্ট-সেক্রেটারিকে অব্যাহতি দেওয়া, পদত্যাগ করতে বলা? এটা তো একটা বিরাট সাংগঠনিক পদক্ষেপ। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এ রকম একটা বড় পদক্ষেপ এ দেশে কখনো, কোনো সংগঠনে ঘটেনি।’

গত ৭ সেপ্টেম্বর রাতে গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার ও সংসদীয় মনোনয়ন বোর্ডের যৌথ সভায় শোভন ও রাব্বানীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ নিয়ে আলোচনা হয়। আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে শোভন ও রাব্বানীর কর্মকাণ্ডে বিরক্তি প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি শোভন-রাব্বানীকে পদ থেকে সরিয়ে দেওয়ার কথাও বলেন। সেই রাতে শোভন-রাব্বানী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার সুযোগ চাইলেও পারেননি।