কৃষকদের লাভবান করাই সরকারের লক্ষ্য : কৃষিমন্ত্রী

Looks like you've blocked notifications!
মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। ছবি : সংগৃহীত

কৃষি মন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘সরকারের লক্ষ্য হচ্ছে কৃষিকে আধুনিক কৃষিতে পরিণত করে কৃষকদের লাভবান করা। এর জন্য কৃষি যান্ত্রিকীকরণের কাজ অবশ্যই বাস্তবায়ন করতে হবে।’

কৃষিমন্ত্রী আজ রোববার মন্ত্রণালয়ের সভাকক্ষে মাঠ পর্যায়ে আধুনিক কৃষি যন্ত্রপাতির  অনুকূলে কৃষি ভর্তুকি প্রদান প্রস্তাবনা বিষয়ক সভায় এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, ‘কোন এলাকায় কী ধরণের যন্ত্র প্রয়োজন তা নিরূপণ করে যন্ত্র সরবরাহ করা হবে। মূল্য কৃষকের সহনীয় পর্যায়, কার্যকারিতা ও গুণগতমান ঠিক করা হবে। এছাড়া কোন জমি কি পরিমাণ চাষ করতে সক্ষম তা দেখতে হবে।’

মন্ত্রী বলেন, ‘সরকার খাদ্য উৎপাদন বৃদ্ধির জন্য কাজ করছে। আমরা এমন যন্ত্র আনব, যা সবাই ব্যবহার করতে পারে। কৃষকদের যন্ত্র মেরামতের ওপর প্রশিক্ষণও দেওয়া হবে।’

সভায় কৃষি সচিব নাসিরুজ্জামান বলেন, ‘আমাদের প্রাধান্য থাকবে ব্র্যান্ডে। মেশিন পরীক্ষা করে মূল্যায়ন করতে হবে। প্রাথমিক মূল্যায়ন শেষে ব্যবহার করার পরেও মূল্যায়ন করেত হবে। একই মেশিন দিয়ে বিভিন্ন প্রকৃতির জমি চাষ করা যায় কিনা তাও দেখা  হবে। ’

তিনি আরও বলেন, ‘এ পর্যন্ত লিখিত আকারে যে চাহিদা আমরা পেয়েছি বাস্তবে ক্রয়ের সময় সে সংখ্যা কম বেশী হতে পারে তা মাথায় রেখে কাজ করতে হবে। সভায় বিভিন্ন প্রতিষ্ঠানের মেশিনের কার্যকারিতা, মূল্য ও স্থায়িত্বের ওপর উপস্থাপনা করা হয়। এ সময় মেশিনের সুবিধা অসুবিধা তুলে ধরা হয়। বিভিন্ন এলাকায় এ যাবৎ কৃষি যন্ত্র দ্বারা কে কত টাকা আয় করেছে তাও উত্থাপন করা হয়।’

সভায় কৃষি যন্ত্রের সক্ষমতা যাচাই এর জন্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিবকে প্রধান করে একটি কমিটি করা হয়। কমিটি এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়। সভায় বিএডিসির চেয়ারম্যান, বিরি ও বারির মহাপরিচালক, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিবরাসহ কৃষি ইঞ্জিনিয়ার ও গবেষকরা উপস্থিত ছিলেন।