ডেঙ্গু প্রতিরোধে মানুষের সচেতনতার ঘাটতি রয়েছে : হানিফ

Looks like you've blocked notifications!
কুষ্টিয়ার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ড পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ। ছবি : এনটিভি

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি বলেছেন, ‘ডেঙ্গু প্রতিরোধে সরকারের কোনো অবহেলা নেই, ডেঙ্গু প্রতিরোধে সরকার সর্বদা চেষ্টা চালাচ্ছে, মানুষের সচেতনতার ঘাটতি রয়েছে। মানুষকে আরো সচেতন করতে হবে।

বড় বড় শহরে ডেঙ্গু রোগীর সংখ্যা কমে এসেছে দাবি করে মাহবুব-উল আলম হানিফ বলেন, ‘সারা দেশে সরকারের পক্ষে নির্দেশনা দেওয়া হয়েছে। সেই নির্দেশনায় কাজ চলমান থাকায় ইতিমধ্যেই ঢাকাসহ বড় বড় শহরে ডেঙ্গু রোগীর সংখ্যা কমে এসেছে, কিন্তু জেলা পর্যায়ে উদ্বেগজনক অবস্থায় পৌঁছেছে।’

মাহবুব-উল আলম হানিফ আরো বলেন, ‘জেলা পর্যায়ে মানুষের সচেতনতার ঘাটতি রয়েছে। এ নিয়ে সরকারের নির্দেশে স্থানীয় পর্যায়ে সব প্রশাসন একসঙ্গে কাজ করছে। আশা করছি অল্প কিছুদিনের মধ্যেই ডেঙ্গু পরিস্থিতি স্বাভাবিক হবে।’

আজ রোববার বেলা ১১টার দিকে কুষ্টিয়ায় ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ড পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাহবুব-উল আলম হানিফ এসব কথা বলেন।

এ সময় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নুরুন নাহার বেগম, কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. রওশানারা বেগম, কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মুসতানজিদ উপস্থিত ছিলেন।

কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় ৩৪ জন নতুন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে কুষ্টিয়া জেনারেল হাসপাতালেই ২৮ জন ভর্তি হয়েছে। এ হাসপাতালে এখন ৭৯ জন চিকিৎসাধীন রয়েছে। জেলার সব হাসপাতাল মিলে চিকিৎসাধীন রয়েছে ৯৯ জন। এখন পর্যন্ত পুরো জেলায় মোট ৯৪৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।