‘পতন হলে বউ ছাড়া কেউ নাই’

Looks like you've blocked notifications!

যুবলীগের একটি অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন সংগঠনের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। এ সময় যুবলীগের একটি মিছিল এলে তিনি বলেন, ‘ওই দেখেন তালি পার্টি। এই তালি পার্টিটা কি? আমি একটা কিছু। হনু আসছে; মনে হয় রাজা বাদশা আসছে। যুবলীগে হনুরে দরকার নাই। জমিনে উত্থান দেখেছি পতনও দেখেছি। পতন হইলে কেউ নাই, বউ ছাড়া কেউ নাই।’

আজ রোববার মহানগর যুবলীগের চারটি ওয়ার্ডের ত্রিবার্ষিক সম্মেলনে এসব কথা বলেন ওমর ফারুক চৌধুরী। রাজধানীর গ্রিনরোড স্টাফ কোয়ার্টার মাঠে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়।

তবে আয়োজনের স্থান প্রসঙ্গে বিরক্ত হন যুবলীগের প্রধান। এ নিয়ে যুবলীগের নেতাকর্মীদের সমালোচনাও করেন তিনি। ওমর ফারুক বলেন, ‘আমরা আর কোন জায়গা পেলাম না; এটা কমনসেন্সের ব্যাপার।’

ওমর ফারুক চৌধুরী বলেছেন, ‘যুবলীগে হোন্ডালীগ সেলফিলীগের দরকার নাই।’

নেতাকর্মীদের উদ্দেশ্যে যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বলেন, ‘রাজনীতিকে কঠিন বানাবেন না।’ তিনি বলেন, ‘আমি এখানে সভাপতি ও সাধারণ সম্পাদককে ধন্যবাদ জানাব যে, ওয়ার্ডের সম্মেলন, আপনারা কেন্দ্রীয় পর্যায় নিয়া গেছেন। তবে আমার কাছে খুব অপমান মনে হচ্ছে আপনাদের সাইট সিলেকশন। একটা স্টাফ কোয়ার্টারের ভেতরে কেউ সম্মেলন করে? মাঠ আর নাই? মেইন রোডটা ব্লক হয়ে গেছে। হোন্ডায় ভরে গেছে। এই মোড় থেকে ঘুরে আমার আসতে একঘন্টা লাগছে। এই যে যানযটটি তৈরি করলাম, আমার কাছে এটা খারাপ লাগল। শ্রেষ্ঠত্বের বড়াই করবেন না।’

ছাত্রলীগের ইস্যুতে ওমর ফারুক চৌধুরী বলেন, ‘ইতিহাসে এই প্রথম ছাত্রলীগের দুই নেতাকে চাঁদাবাজির অভিযোগে অব্যাহতি দিয়েছে যা ছাত্রলীগের ইতিহাসেও প্রথম।’

বিএনপির সমালোচনা করে যুবলীগের চেয়ারম্যান বলেন, ‘বিএনপির কাজ কি খালি আন্দোলন? তীব্র আন্দোলন? রিজভী না কি নাম আছে না? এটা নাকি  আবাসিক নেতা। ইতিহাসে আছে কোন পার্টির নেতা অফিসে থাকে? হেতের বউ পোলা নাই, হেতের সংসার নাই, হেতেরে কখনো আপনে দেখছেন হাসতে? শীত মানেনা ,বর্ষা মানেনা রোজা মানে না, ইফতার মানে না। রোজার মাসে সেহেরির সময় টেলিভিশনে আন্দোলন, তীব্র আন্দোলন।’