পাবনায় প্রাণিসম্পদ অফিস থেকে ঝাড়ুদারের লাশ উদ্ধার

পাবনায় প্রাণিসম্পদ অফিস থেকে সেলিম রেজা (২৫) নামের এক ঝাড়ুদারের লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকালে এ ঘটনা ঘটে। নিহত সেলিম রেজা ঈশ্বরদী উপজেলার চরগড়গরি গ্রামের বাসিন্দা ও জেলা সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসের চুক্তিভিত্তিক ঝাড়ুদার ছিলেন।
সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহমুদুল ইসলাম জানান, উপজেলা প্রাণী চিকিৎসক ডা. নাজমুল হোসাইন আজ সকালে অফিসে এসে ঝাড়ুদার সেলিমের মোটরসাইকেল দেখতে পান। এ সময় তিনি প্রধান ফটকে তালা দেওয়া দেখে সেলিমকে মোবাইলে ফোন দেন। সেলিম ফোন রিসিভ না করায় তিনি নিজের কাছে থাকা চাবি দিয়ে অফিসের ভেতরে ঢুকে সিঁড়ির রেলিংয়ের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সেলিমকে দেখতে পান। পরে থানায় খবর দিলে পুলিশ এসে সেলিমের মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।
প্রাণিসম্পদ কর্মকর্তা মাহমুদুল ইসলাম আরো জানান, ধারণা করা হচ্ছে, ভোরের কোনো একসময় সেলিম ঝাড়ু দিতে এসে গলায় দড়ি লাগিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তবে সেলিমের আত্মহত্যার কারণ সম্পর্কে কিছু বলতে পারেননি ওই কর্মকর্তা।
এ ব্যাপারে সদর থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।