ট্রাফিক পুলিশের ওপর হামলা, ভাইস চেয়ারম্যানসহ তিনজন কারাগারে

Looks like you've blocked notifications!
নড়াইল সদর উপজেলার ভাইস চেয়ারম্যান তোফায়েল মাহমুদ তুফান ও তাঁর লোকজনের হামলায় আহত ট্রাফিক ইন্সপেক্টর মো. মনিরুজ্জামান। ছবি : এনটিভি

নড়াইলের ট্রাফিক ইন্সপেক্টর মো. মনিরুজ্জামানকে পিটিয়ে আহত করার ঘটনায় সদর উপজেলা ভাইস চেয়ারম্যান তোফায়েল মাহমুদ তুফানসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় আটক অন্য দুজন হলেন নাজমুল ও মেহেদী।

গ্রেপ্তার তোফায়েল মাহমুদ তুফানসহ তিনজনের পক্ষে  নড়াইল সদর আমলী আদালতে জামিনের আবেদন করিলে বিচারক জাহিদুল আজাদ জামিন শুনানির জন্য ১৭ সেপ্টেম্বর দিন ধার্য করেন।

নড়াইল সদর উপজেলা ভাইস চেয়ারম্যান তোফায়েল মাহমুদ তুফান জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন।

পুলিশ জানায়, রোববার সন্ধ্যায় নড়াইল পুরাতন বাস টার্মিনাল ট্রাফিক মোড়ে সড়কে বেপরোয়া মোটরসাইকেল চালক এক তরুণকে আটক করে ট্রাফিক পুলিশ। কাগজপত্রহীন গাড়িটি পুলিশ না ছাড়ায় উপজেলা ভাইস চেয়ারম্যান প্রথমে ট্রাফিক পুলিশকে ফোন করেন, পরে তুফান  এসে দলবল নিয়ে ট্রাফিক পুলিশের ওপর হামলা করেন। এ ঘটনায় ট্রাফিক পুলিশের ইনস্পেক্টর মো. মনিরুজ্জামানসহ চারজন আহত হলে তাঁদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়।

আহত ট্রাফিক ইন্সপেক্টর বাদী হয়ে নয়জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো কয়েকজনকে আসামি করে সদর থানায় মামলা করেন।

পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন পিপিএম বলেন, ‘পুলিশ জনগণের স্বার্থেই কাজ করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।’