প্রতিবেশী দেশগুলোর মধ্যে সহযোগিতামূলক মনোভাব থাকতে হবে : প্রধানমন্ত্রী

Looks like you've blocked notifications!

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার পারস্পরিক উন্নয়নের স্বার্থে প্রতিবেশী দেশগুলোর মধ্যে সম্পর্কের প্রতি সহযোগিতামূলক মনোভাবের ওপর জোর দিয়েছেন।

তিনি বলেন, ‘প্রতিবেশী দেশগুলোর মধ্যে সমস্যা হওয়া খুব স্বাভাবিক। তাদের মধ্যে সম্পর্কের প্রতি যদি সহযোগী মনোভাব থাকে তবে দেশগুলোর সমৃদ্ধি অর্জন করা খুব সহজ হবে।’

প্রধানমন্ত্রী ‘ড. কালাম স্মৃতি ইন্টারন্যাশনাল এক্সেলেন্স এওয়ার্ডস-২০১৯’ পদক গ্রহণকালে এ কথা বলেন। 

সংবাদ সংস্থা ইউএনবি জানায়, বিকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে ড. কালাম স্মৃতি ইন্টারন্যাশনালের প্রধান উপদেষ্টা টি পি শ্রীনিবাসন এ পদক হস্তান্তর করেন।

ভারতের সাবেক রাষ্ট্রপতি ও বিশিষ্ট বিজ্ঞানী ড. এপিজে আব্দুল কালামের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে এ পদকটি চালু করা হয়।

বাংলাদেশ ও ভারতের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক গড়ে তোলার জন্য অসামান্য অবদান, জনকল্যাণ বিশেষত নারী ও শিশুদের কল্যাণে বিশেষ অবদান রাখা এবং আন্তর্জাতিক শান্তি ও সহযোগিতার জন্য প্রধানমন্ত্রীকে এ স্বীকৃতি দেওয়া হয়।