ভূমি নিয়ে হয়রানির কথা সরাসরি শুনবে মন্ত্রণালয়

Looks like you've blocked notifications!
ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। পুরোনো ছবি : এনটিভি

ভূমি সংক্রান্ত যেকোনো হয়রানির কথা সরাসরি শুনবে ভূমি মন্ত্রণালয়। অভিযোগ অনুযায়ী ব্যবস্থাও নেবে। হয়রানির শিকার ব্যক্তিরা যাতে সরাসরি তাদের কথা মন্ত্রণালয়কে জানাতে পারেন সেজন্য একটি হটলাইন চালু করতে যাচ্ছে মন্ত্রণালয়।

আজ সোমবার সংবাদ সম্মেলনে এ হটলাইন চালু করার কথা জানান ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। এ সময় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভূমিমন্ত্রী বলেন, আগামী মাসেই এ হটলাইন নম্বর চালু হবে। এর মাধ্যমে দেশের যেকোনো এলাকার ভুক্তভোগীরা তাদের সমস্যার কথা সরাসরি মন্ত্রণালয়কে জানাতে পারবেন। অভিযোগ অনুযায়ী আমরা ব্যবস্থা নেব।

সাইফুজ্জামান চৌধুরী আরো বলেন, এ হটলাইনের মাধ্যমে বিদেশে থাকা বাংলাদেশি নাগরিকরাও অভিযোগ করতে পারবেন। এ ছাড়াও আমরা ভূমি সংক্রান্ত একটি ডাটাবেজ তৈরি করেছি। সাড়ে চার কোটি আরএস ও সিএস খতিয়ানের মধ্যে পৌনে চার কোটি এ ডাটাবেজে আপলোড করা হয়েছে। বাকি ৫০ হাজার আপলোড করতে পারলেই এক্ষেত্রে শতভাগ হয়ে যাবে।