রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইন্দোনেশীয় প্রকৌশলীর মৃত্যু

Looks like you've blocked notifications!

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় খেলার মাঠসংলগ্ন বিদ্যুৎকেন্দ্রে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তৌফিক (৪৫) নামের এক মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মারা গেছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পরে আহত অবস্থায় তৌফিককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত তৌফিকের সহকর্মীরা জানান, তৌফিক ইন্দোনেশিয়ার নাগরিক। নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় থাকতেন তিনি।

সহকর্মী টেকনিশিয়ান মো. হানিফ জানান, দীর্ঘদিন ধরে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) বিদ্যুৎকেন্দ্রে কাজ করেন তাঁরা। তৌফিক সেখানকার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন। সকালে কেন্দ্রের ভেতরে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। সঙ্গে সঙ্গে অচেতন হয়ে পড়লে তাঁকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য লাশটি ঢামেকের মর্গে রাখা হয়েছে।