অবশেষে আদালত ভবন থেকে কুকুর অপসারণ

Looks like you've blocked notifications!
ঢাকা মহানগর দায়রা জজ আদালত ভবনে কুকুর। ছবি : এনটিভি

ঢাকার মহানগর দায়রা জজ আদালত ভবন থেকে সরানো হয়েছে কুকুর। ভবনের পঞ্চম তলায় পরিত্যক্ত হাজতখানায় ছিল এসব কুকুর।

আজ মঙ্গলবার দেখা গেছে, ওই ভবন থেকে সরানো হয়েছে এসব কুকুর। এছাড়া পরিত্যক্ত হাজতখানার গেট আটকে দেওয়া হয়েছে ও ছিঁড়ে ফেলা হয়েছে সাঁটানো সেই কাগজ। ওই কাগজে লেখা ছিল, কুকুর থেকে সাবধান।

এনটিভি অনলাইনে খবর প্রকাশের পর ওই ভবন থেকে অবশেষে অপসারণ করা হলো সেই কুকুরকে।

গত ৮ সেপ্টেম্বর ‘আদালতে কুকুর আতঙ্ক’ শিরোনামে এনটিভি অনলাইনে একটি সংবাদ প্রকাশিত হয়। এর পরেই তা আদালত কর্তৃপক্ষের নজরে এলে কুকুর অপসারণ করা হয়।

এ বিষয়ে আদালতের কর্মচারী মোহাম্মদ সবুজ এনটিভি অনলাইনকে বলেন, ‘কিছুদিন আগে এনটিভি অনলাইনে কুকর আতঙ্ক শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সেই সংবাদ প্রকাশের পরেই কুকুর অপসারণ করা হয়।’

নাম প্রকাশ না করা শর্তে আদালতের এক কর্মচারী বলেন, ‘কে বা কারা কুকুর রয়েছে বলে হাজতখানার গেটে বিজ্ঞাপন সাঁটিয়েছে তা জানিনা। তবে আদালতের কিছু মাদকসেবী ও অনেক আসামি ভিতরে মাদক সেবন করতো। কেউ যাতে সেখানে প্রবেশ করতে না পারে তাই এ পদ্ধতি করা হয়েছে। কুকুরদের সরানোর ফলে এখন অনেক নিরাপদ মনে হচ্ছে। আগে এখান দিয়ে আসা যাওয়া করতে ভয় পেতাম।’