মির্জাপুরে বাস-লেগুনা সংঘর্ষে চারজন নিহত, আহত ৩

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় যাত্রীবাহী একটি বাসের সঙ্গে সংঘর্ষে লেগুনার চার যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো চারজন।
আজ বুধবার দুপুর দেড়টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চরপাড়া বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন উপজেলার আন্ধরা গ্রামের দিলীপ (৪৮), শুভুল্যা গ্রামের সজল (২২), পোষ্টকামুরী চড়পাড়া গ্রামের শিমুল (২২) ও সরিষাদাইড় গ্রামের হারাধন সরকার (৩২)।
আহত তিনজনের পরিচয় জানা যায়নি। তাঁদের উদ্ধার করে মির্জাপুরের কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, দুপুরে ঢাকা থেকে রাজশাহীগামী বাসটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই লেগুনার তিন যাত্রী নিহত হয়। খবর পেয়ে পুলিশ আহত ব্যক্তিদের উদ্ধার করে মির্জাপুরের কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে একজনের মৃত্যু হয়।
ওসি আরো বলেন, দুর্ঘটনাকবলিত বাস ও লেগুনা উদ্ধার করে পুলিশের হেফাজতে রাখা হয়েছে।