বিএসএফের ককটেলে বাংলাদেশি আহতের অভিযোগ
নওগাঁর সাপাহার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ছোড়া ককটেলের আঘাতে মাসুদ রানা (১৮) নামের এক যুবক আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে।
মাসুদ রানার বাড়ি সাপাহার উপজেলার কলমুডাঙ্গা গ্রামে। তাঁর বাবার নাম শফিকুল। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
১৪ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল রফিকুল হাসান জানান, কালীপূজা উপলক্ষে কয়েকজন বাংলাদেশি যুবক ভারতে গিয়ে ভোর ৬টার দিকে দেশে ফিরছিলেন। কলমুডাঙ্গা সীমান্তে ২৪০ নম্বর পিলারের কাছে ৩১ বিএসএফের তালতলী ক্যাম্পের জওয়ানরা তাঁদের লক্ষ্য করে কয়েকটি ককটেল ছোড়ে। এতে মাসুদ রানা আহত হন।