ছাত্রদলের কাউন্সিলরদের ঢাকায় ‘জরুরি তলব’

Looks like you've blocked notifications!

সম্মেলন নিয়ে অনিশ্চয়তার মধ্যে থাকা ছাত্রদলের সারা দেশের কাউন্সিলরদের ‘জরুরি ভিত্তিতে’ ঢাকায় ‘তলব’ করা হয়েছে। তাঁদের বলা হয়েছে, আজ বুধবার বিকেল ৫টার মধ্যে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসে হাজির হওয়ার জন্য।

ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সাধারণ সম্পাদক পদপ্রার্থী শাহনেওয়াজ ও বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী দুপুরে এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানতে চাইলে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী এনটিভি অনলাইনকে বলেন, ‘বিকেল ৫টার মধ্যে ছাত্রদলের সারা দেশের কাউন্সিলরদের নয়াপল্টনে উপস্থিত থাকতে বলা হয়েছে।’

কী কারণে ঢাকায় ডাকা হয়েছে, এ বিষয়ে এক প্রশ্নের জবাবে সাবেক এই ছাত্রদল সভাপতি বলেন, ‘তাঁরা (কাউন্সিলররা) উপস্থিত হয়ে কী করবেন, তা কেউই জানেন না। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেই সে বিষয়ে নির্দেশনা দেবেন।’

ছাত্রদলের কয়েকজন নেতা জানিয়েছেন, কমিটি নির্বাচনে জন্য সারা দেশে ছাত্রদলের মোট ৫৩৪ কাউন্সিলর রয়েছেন। তবে তাঁদের মধ্যে কিছু সংখ্যক কাউন্সিলর নানা কারণে উপস্থিত থাকতে পারবেন না। আবার গতকাল কুমিল্লার পাঁচজন কাউন্সিলর গ্রেপ্তার হয়েছেন, তাঁরাও সম্মেলনে থাকতে পারছেন না।

ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী কাজী রওনকুল ইসলাম শ্রাবণ এনটিভি অনলাইনকে বলেন, ‘আজ বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফের আলোচনা করবেন কাউন্সিল নিয়ে। এরপর ভোট গ্রহণের সিদ্ধান্ত হবে। পাশাপাশি কাউন্সিল নিয়ে আদালতের অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার বিষয়টি আইনজীবীরা যথাসময়ে পদক্ষেপ নেবেন।’

এদিকে ভোট গ্রহণের লক্ষ্যে এরই মধ্যে কাউন্সিলরদের মধ্যে ছবিযুক্ত পরিচয়পত্র বিতরণ করা হয়েছে। অপেক্ষা শুধু অনুকূল পরিবেশে ভোট গ্রহণের। যেকোনো সময় ছাত্রদলের কাউন্সিলে ভোট গ্রহণের সিদ্ধান্ত হতে পারে বলে জানিয়েছেন কয়েকজন প্রার্থী।