আ. লীগের সম্মেলনের প্রস্তুতিতে ১২ উপকমিটি গঠন

Looks like you've blocked notifications!
ধানমণ্ডিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ছবি : এনটিভি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘সম্মেলনকে সফল করার জন্য ১২টি উপকমিটি গঠন করা হয়েছে। কমিটিটা এখনো খসড়া। আমাদের দলীয় সভাপতির অনুমোদনের পর আমরা সেসব উপকমিটি প্রেসে পাঠিয়ে দেব।’

আজ বুধবার বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমন্ডলীর সভাশেষে সাংবাদিকদের এসব কথা বলেন ওবায়দুল কাদের।

সম্পাদকমণ্ডলীর সভায় আগামী ২০ ও ২১ ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় সম্মেলন নিয়ে আলোচনা হয়।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘২০ তারিখ সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলনের উদ্বোধন হবে বিকেল সাড়ে তিনটায়। পরের দিন ২১ তারিখও কাউন্সিল অধিবেশন চলবে। তারপর সম্মেলনের কার্যক্রম শেষ হবে। আগামী শনিবার থেকে জেলা বিভাগগুলোতে বর্ধিত সভার মধ্য দিয়ে সম্মেলনের প্রস্তুতি শুরু হবে।’

তিনি বলেন, ‘২১ সেপ্টেম্বর থেকে পুজার ছুটি বাদে আগামী অক্টোবরের ১৫ তারিখ পর্যন্ত বিভাগে ও জেলাগুলোতে আমাদের জয়েন্ট জেনারেল সেক্রেটারি ও অর্গানাইজিং সেক্রটারিরা যাবেন। বর্ধিত সভার মাধ্যমে সম্মেলন প্রস্তুতিতে অংশ নেবেন। নেতৃবৃন্দ বিভিন্ন টিমে ভাগ হয়ে যাবেন।’

বিভিন্ন ইউনিটের মেয়াদোত্তীর্ণ কমিটির বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘মেয়াদোত্তীর্ন কমিটিগুলো নিয়ে আমাদের যারা বিভাগীয় পর্যায়ে সমন্বয় করছে তাঁরা প্রায়োরিটি বেসিসে সেসব ইউনিটে সম্মেলনের দিন তারিখ ঠিক করবেন। ১০ ডিসেম্বরের মধ্যে মেয়াদোত্তীর্ন কমিটিগুলোর সম্মেলন শেষের সার্কুলার ইতোমধ্যে আমরা জেলায় পাঠিয়ে দিয়েছি।’

এত স্বল্প সময়ে মেয়াদোত্তীর্ণ কমিটির সম্মেলনের আয়োজন সম্ভব কি না জানতে চাইলে তিনি বলেন, ‘তিন বছরে অনেক কমিটি হয়েছে এ সময়ে যেগুলোর কাউন্সিল অনেক আগে হয়েছিল। আমরা কুমিল্লা সিটি করপোরেশনের কমিটি ২২ বছর পরে দিয়েছি, নারায়নগঞ্জের কমিটি ১৭ বছর পর দিয়েছি, ময়মনসিংহের কমিটিও হয়েছে অনেক দিন পরে। আওয়ামী লীগ ইচ্ছে করলে পারে। আমাদের টিম ওয়ার্ক আছে।’ এ সময় ঢাকার দুই সিটি নির্বাচন প্রসঙ্গে কাদের বলেন, ‘আগামী ডিসেম্বরে তফসিল ঘোষণা হতে পারে।’

এ সময় আরো উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, মাহবুবউল-আলম-হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মিসবাহ উদ্দিন সিরাজ, খালিদ মাহমুদ চৌধুরী,এনামুল হক শামীম, বাহাউদ্দিন নাছিম, মুহিবুল হাসান চৌধুরী নওফেল।