বললেন আবদুল মঈন খান

‘মসজিদের শহর’কে সরকার ‘জুয়ার শহরে’ পরিণত করেছে

Looks like you've blocked notifications!
আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত খালেদা জিয়ার মুক্তির দাবিতে মানববন্ধনে বক্তব্য দেন ড. আবদুল মঈন খান। ছবি : ফোকাস বাংলা

রাজধানী ঢাকাকে যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের ‘পাপের শহর’ হিসেবে পরিচিত লাস ভেগাসের সঙ্গে তুলনা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। তিনি বলেন, ‘আমরা শুনেছিলাম, বাংলাদেশকে নাকি সিঙ্গাপুরের মতো উন্নত দেশে পরিণত করা হবে। আমি ধন্যবাদ জানাই সরকারকে। সরকার শুধু সিঙ্গাপুর নয়, সিঙ্গাপুর থেকে এক ধাপ ওপরে ঢাকা শহরকে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে পরিণত করে দিয়েছে। যে লাস ভেগাস জুয়াড়ি আর পাপীদের শহর হিসেবে পরিচিত।’

আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত খালেদা জিয়ার মুক্তির দাবিতে এক মানববন্ধনে আবদুল মঈন খান এসব কথা বলেন।

বিএনপির এই নেতা বলেন, ‘আজ থেকে ৪০০ বছর আগে যখন এই শহরের গোড়াপত্তন হয়েছিল, তখন ঢাকার পরিচয় ছিল মসজিদের শহর হিসেবে। আজকে সেই শহর পরিণত হয়েছে ক্যাসিনোর শহরে।’

‘আজকে উন্নয়নের জোয়ারে আমরা কোথায় ভেসে যাচ্ছি, বাংলাদেশের মানুষের নীতি-নৈতিকতা কোথায় ভেসে যাচ্ছে। এই সরকার এই দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করেছে। মধ্যম আয়ের নমুনার ঠেলাতেই ঢাকা শহর যদি লাস ভেগাসে পরিণত হয়, তাহলে এই দেশ যখন উন্নত দেশে পরিণত হবে, তখন ঢাকা শহর কোথায় যাবে সেটা বলার কোনো সংগতি আমার জানা নেই।’

আবদুল মঈন খান আরো বলেন, ‘বাংলাদেশকে স্বাধীন করা হয়েছিল দুটি কারণে। প্রথমত, গণতন্ত্র এবং দ্বিতীয়ত, এই দেশের মানুষের অর্থনৈতিক মুক্তি। অর্থনৈতিক মুক্তির ঠেলায় আমরা লাস ভেগাসে পরিণত হয়েছি। আর গণতন্ত্রের ঠেলায় আমরা একদলীয় স্বৈরশাসনে নিপতিত হয়েছি।’

সরকারকে উদ্দেশ করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘পাকিস্তান সেনাবাহিনী জোর করে দেশের গণতন্ত্র দাবিয়ে রাখতে পারেনি। আপনারাও জোর করে গণতন্ত্র ধ্বংস করতে পারবেন না। মনে রাখবেন, জোর করে দেশের মানুষের ভালোবাসা পাওয়া যায় না। দেশের ১৬ কোটি মানুষ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে।’

এ সময় সবার প্রতি আহ্বান জানিয়ে মঈন খান বলেন, ‘আসুন, আমরা ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশ থেকে একদলীয় সরকারকে অপসারণ করে খালেদা জিয়ার নেতৃত্বে এ দেশে আবারও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করি।’

ড্যাব সভাপতি প্রফেসর ডা. হারুনুর রশিদের সভাপতিত্বে এবং মহাসচিব আবদুস সালামের সঞ্চালনায় মানববন্ধনে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিব-উন-নবী খান সোহেল, প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান প্রমুখ বক্তব্য দেন।