খুলনার ব্যবসায়ীকে নারায়ণগঞ্জে নিয়ে হত্যার অভিযোগ

ইন্টারটেক ইন্টারন্যাশনালের সাবেক কান্ট্রি প্রধান এমদাদুল হক লিপনের নারায়গণগঞ্জে রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে। তিনি খুলনা শহরের টুটপাড়ার মৃত গাজী দেলোয়ার হোসেনের ছেলে।
নিহতের পরিবারের দাবি, এটি একটি পরিকল্পিত হত্যা। তবে সহযোগী ব্যবসায়িক বন্ধুদের দাবি, পানিতে ডুবে স্বাভাবিক মৃত্যু হয়েছে এমদাদুল হক লিপনের।
এমদাদুল হক লিপন ব্যবসায়িক বন্ধুদের সঙ্গে গত ১৩ সেপ্টেম্বর নারায়ণগঞ্জে বেড়াতে গিয়েছিলেন। পরে বন্ধুরা তাঁর পরিবারকে জানান, নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন পুর্বাচল উপশহরের কাছে ৩০০ ফুট রাস্তার পাশে পানিতে ডুবে তিনি মারা যান। পরে তাঁর লাশ খুলনায় এনে দাফনও করা হয়।
কিন্তু পরে লাশে আঘাতের চিহ্ন ও এমদাদুল হকের স্ত্রীর অসংলগ্ন কথাবার্তায় সবার সন্দেহ হয়। এরপর নিহতের বড় ভাই এনামুল হক গতকাল বুধবার তিনজনের নাম উল্লেখ করে রূপগঞ্জ থানায় হত্যা মামলা করেন।
মামলার আসামিরা হলেন নিহতের বন্ধু এহতেশাম কবীর জুন, মঞ্জুর মোর্শেদ ও ইঞ্জিনিয়ার মাসুম। মামলার এজাহারে স্ত্রীকেও সন্দেহের তালিকায় রাখা হয়েছে।