লক্ষ্ণীপুরে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর আফজল এলাকা থেকে ডাকাতি মামলার পলাতক আসামি সাহাব উদ্দিন মাঝিকে গ্রেপ্তার করেছে র্যাব।
আজ বুধবার দুপুরে র্যাব ১১-এর লক্ষ্মীপুর ক্যাম্প থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। মঙ্গলবার রাতে চর আফজল গ্রামে অভিযান চালিয়ে সাহাব উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে বলে র্যাব জানায়।
সাহাব উদ্দিন মাঝি নোয়াখালীর সুধারাম উপজেলার আবুয়াডোগী বাঞ্চারাম এলাকার বাসিন্দা।
র্যাব ১১-এর লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. আলেপ উদ্দিনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ডাকাত সাহাব উদ্দিন মাঝি গ্রেপ্তার এড়াতে নোয়াখালীর সুধারাম থেকে এসে রামগতিতে অবস্থান করছিল। গোপন সংবাদে খবর পেয়ে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।’