ঝিনাইদহে সীমানা পিলারসহ আটক ২

Looks like you've blocked notifications!
ঝিনাইদহে সীমানা পিলারসহ আটক শাহীন ও রাজ্জাক। ছবি : এনটিভি

ঝিনাইদহে ব্রিটিশ আমলের একটি সীমানা পিলারসহ দুজনকে আটক করেছে জেলা ডিবি পুলিশ। আজ শুক্রবার ভোরের দিকে শৈলকুপা উপজেলার বাগুটিয়া এলাকা থেকে আটক করা হয় তাঁদের।

আটকরা হলেন কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার বানিয়াঘড়ি গ্রামের শাহীন আলম ও ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বাগুটিয়া গ্রামের আবদুর রাজ্জাক।

জব্দ করা পিলারের মূল্য প্রায় ১০ কোটি টাকা বলে আটক ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময় পুলিশের কাছে দাবি করেছেন।

ঝিনাইদহ পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস বলেন, ‘সীমানা পিলার বিক্রির উদ্দেশ্যে পাচারকারীরা অবস্থান করছে—এমন সংবাদের ভিত্তিতে জেলার শৈলকুপা উপজেলার বাগুটিয়া এলাকায় ক্রেতা সেজে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। এ সময় ওই গ্রামের একটি মেহগনি বাগান থেকে ২০ কেজি ওজনের ম্যাগনেট সংবলিত সীমানা পিলার জব্দ করা হয়। একই সময় আটক করা হয় পাচারকারী চক্রের দুই সদস্য শাহীন ও রাজ্জাককে।’ এরা দীর্ঘদিন ধরে এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত ছিল বলেও জানান তিনি।

এক প্রশ্নের জবাবে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ‘উদ্ধার করা পিলারের ভেতরে কী আছে ও এর বাজারমূল্য আছে কি না, আদালতের নির্দেশ পাওয়ার পরে তা যাচাই করা হবে।’