টাঙ্গাইল শহরে কাল হরতালের ডাক ছাত্রদলের

টাঙ্গাইল জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার রাশেদুল আলম রাশেদকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁকে গ্রেপ্তারের প্রতিবাদে জেলা ছাত্রদল আগামীকাল বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত টাঙ্গাইল শহরে হরতালের ডাক দিয়েছে।
গতকাল মঙ্গলবার বিকেলে গোয়েন্দা পুলিশের একটি দল রাশেদকে শহরের একটি ব্যবসাপ্রতিষ্ঠান থেকে আটক করে। আজ বুধবার বিকেলে তাঁকে কারাগারে পাঠানো হয়।
টাঙ্গাইল গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফিজুল ইসলাম জানান, আটক খন্দকার রাশেদুল আলমকে আগের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে। একই সঙ্গে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হয়েছে আদালতে।
এদিকে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সফিকুর রহমান খান সফিক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়, রাশেদকে গ্রেপ্তারের প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শহরে হরতাল আহ্বান করা হয়েছে।