Beta

সাতক্ষীরায় নামাজ পড়তে গিয়ে আর ফিরেনি মাদ্রাসাছাত্র বিল্লাল

২০ সেপ্টেম্বর ২০১৯, ২০:৪৭

সাতক্ষীরায় সদরের নিখোঁজ মাদ্রাসাছাত্র বিল্লাল। ছবি : সংগৃহীত

সাতক্ষীরায় মাদ্রাসা পড়ুয়া ১২ বছরের শিশু রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে। শিশুটির নাম বিল্লাল হোসেন। শিশুটিকে গতকাল বৃহস্পতিবার থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

সে সদর উপজেলার বাঁকাল ইসলামপুরের আজিবর রহমানের ছেলে। বিল্লাল হোসেন পারকুখরালির চায়না বাংলা মাদ্রাসায় হাফেজ বিভাগের ছাত্র ছিল।

সাতক্ষীরা সদর থানায় করা সাধারণ ডায়েরিতে বলা হয়, ছুটি পেয়ে বিল্লাল হোসেন কয়েকদিনের জন্য বাড়িতে এসেছিল। গতকাল বৃহস্পতিবার বিকেলে নামাজ পড়তে যাওয়ার কথা বলে সে বাড়ি থেকে বের হয়। এর পর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি। বিল্লালকে খুঁজতে এরই মধ্যে মাইকিং করা হয়েছে। তার গায়ের রঙ শ্যামলা। পরনে ছিল লাল রঙের গেঞ্জি ও খয়েরি শার্ট।

Advertisement