জি কে শামীমের বিরুদ্ধে গুলশান থানায় তিন মামলা

Looks like you've blocked notifications!
প্রভাবশালী ঠিকাদার জি কে শামীমের অফিসে র‍্যাবের অভিযান। ছবি : ফোকাস বাংলা

প্রভাবশালী ঠিকাদার জি কে শামীমসহ তাঁর সাত দেহরক্ষীকে রাজধানীর গুলশান থানায় হস্তান্তর করে তিনটি মামলা করেছে র‍্যাব। আজ শনিবার বিকেলে তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাবের মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক মিজানুর রহমান ভূঁইয়া।

মিজানুর রহমান ভূঁইয়া বলেন, বেলা ৩টার দিকে তাদের আমরা থানায় হস্তান্তর করি। পরে তাদের বিরুদ্ধে মানি লন্ডারিং, অস্ত্র ও মাদক আইনে তিনটি মামলা করা হয়েছে।

গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানের নিকেতনের অফিসে অভিযান চালিয়ে জি কে শামীমকে আটক করে র‌্যাব। সে সময় তাঁর অফিস থেকে এক কোটি ৮০ লাখ টাকা উদ্ধার করা হয়। এ ছাড়া ১৬৫ কোটি টাকার ওপরে স্থায়ী আমানত (এফডিআর) পায় র‍্যাব। এ ছাড়া সেখান থেকে মার্কিন ডলার, মদ ও অস্ত্র উদ্ধার করে র‍্যাব।