তেঁতুলিয়ায় মসজিদের কাজ বন্ধ করা ছাত্রলীগ নেতাকে শোকজ

Looks like you've blocked notifications!
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাজী মাসফিকুর রহমান সাকিব। ছবি : সংগৃহীত

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় চাঁদা না পেয়ে মডেল মসজিদ নির্মাণ কাজ বন্ধ করা এবং ঠিকাদারসহ তাঁর লোকজনকে মারধর ও ভাঙচুরের ঘটনায় এক ছাত্রলীগ নেতাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে জেলা ছাত্রলীগ।

অভিযুক্ত কাজী মাসফিকুর রহমান সাকিব উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

পঞ্চগড় জেলা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান আকতার ও সাধারণ সম্পাদক মারুফ রায়হান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার রাতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাকিবের নামে অভিযোগ আসায় তাঁর বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না তা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সরাসরি দলীয় কার্যালয়ে উপস্থিত হয়ে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ, ১৯ ও ২০ সেপ্টেম্বর জাতীয় দৈনিক ও টেলিভিশনে তেঁতুলিয়ায় চাঁদা না পেয়ে মসজিদের নির্মাণ কাজ বন্ধ করা এবং ঠিকাদারসহ প্রতিষ্ঠানের লোকজনকে মারধর ও ভাঙচুর চালানোর অভিযোগে উপজেলা ছাত্রলীগ নেতা সাকিবের নামে খবর প্রকাশিত হয়। তিনি মসজিদটি নির্মাণের দায়িত্বপ্রাপ্ত রংপুরের নর্দান টেকনো ট্রেডের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন বলে সংবাদে উল্লেখ করা হয়।