শামীম বিএনপিতে জন্মগ্রহণ করেন : এলজিআরডি মন্ত্রী

Looks like you've blocked notifications!
কুমিল্লার লাকসামে আজ শনিবার পৌরসভা ও উপজেলা আওয়ামী লীগের যৌথসভায় বক্তব্য দেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম এমপি। ছবি : এনটিভি

স্থানীয় সরকার বিভাগের (এলজিআরডি) মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, ‘পত্রিকায় পড়লাম একজনের নাম শামীম। শত শত কোটি টাকার মালিক। কোত্থেকে এসেছে? ওই জিয়াউর রহমান সাহেবের হাতেগড়া সংগঠন জাতীয়তাবাদী দল (বিএনপি), সেই দলে জন্মগ্রহণ করেন। শামীম যে দলেরই হোন না কেন, যতোই আওয়ামী লীগে যোগদান করেন না কেন, তাঁকে ক্ষমা করা হবে না।’

আজ শনিবার দুপুরে কুমিল্লার লাকসামে পৌরসভা ও উপজেলা আওয়ামী লীগের যৌথসভায় স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম এমপি এ কথা বলেন।

এলজিআরডি মন্ত্রী বলেন, ‘অন্যায়, অবিচার ও সন্ত্রাস বেরুচ্ছে।এই বিষবৃক্ষ এদেশে তৈরি করছে বিএনপি। আমরা শেখ হাসিনার নেতৃত্বের সরকার দুর্নীতিকে ওয়াসআউট করে বাংলাদেশকে একটি সুস্থ দেশে রূপান্তর করা জন্য অঙ্গীকার নিয়ে কাজ করছি।’

যুবলীগ-ছাত্রলীগকে উদ্দেশ করে মন্ত্রী বলেন, ‘দখল ও তদবির সহ্য করা হবে না। অন্যায়কারীদের সঙ্গে সরকারের আপসের সুযোগ নেই।’

পৌর আওয়ামী লীগের সভাপতি তাবারক উল্লাহ কায়েসের সভাপতিত্বে অনুষ্ঠিত আওয়ামী লীগের যৌথসভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইউনুস ভূইঁয়া, পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের, ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম হীরাসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতারা।

গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানের নিকেতনের অফিসে অভিযান চালিয়ে প্রভাবশালী ঠিকাদার জি কে শামীমকে আটক করে র‌্যাব। সে সময় তাঁর অফিস থেকে এক কোটি ৮০ লাখ টাকা উদ্ধার করা হয়। এ ছাড়া ১৬৫ কোটি টাকার ওপরে স্থায়ী আমানত (এফডিআর) পায় র‍্যাব। এ ছাড়া সেখান থেকে মার্কিন ডলার, মদ ও অস্ত্র উদ্ধার করে র‍্যাব।

জি কে শামীম ও তাঁর ছয় দেহরক্ষীকে আজ গুলশান থানায় হস্তান্তর করে তিনটি মামলা করে র‍্যাব। এগুলো হলো মানি লন্ডারিং, অস্ত্র ও মাদক আইন। এর মধ্যে অস্ত্র ও মাদক মামলায় সাত দিন করে মোট ১৪ দিনের রিমান্ড আবেদন করেছে গুলশান থানা পুলিশ।