লক্ষ্মীপুরে ‘১০ লাখ টাকার’ অবৈধ ওষুধ জব্দ, আটক ১
লক্ষ্মীপুরে একটি মার্কেটে অভিযান চালিয়ে প্রায় ১০ লাখ টাকার অবৈধ ওষুধ জব্দ করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ভ্রাম্যমাণ আদালত। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, এসব ওষুধের মূল্য প্রায় ১০ লাখ টাকা।
আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের তমিজ উদ্দিন মার্কেটে পিংকি প্লাজার অক্ষয় এন্টার প্রাইজ থেকে এসব ওষুধ জব্দ করা হয়।
এ সময় অবৈধ এসব ওষুধের পরিবেশক গৌর চন্দ্র সাহাকে (৪০) দুই বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালত। তিনি সদর উপজেলার দক্ষিণ হামছাদি এলাকার বাসিন্দা।
পরে ওই ওষুধগুলো জেলা প্রশাসক কার্যালয়ের সামনে রোলার দিয়ে নষ্ট করা হয়।
লক্ষ্মীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক হুমায়ুন কবির ভূঁইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে আদালত অক্ষয় এন্টার প্রাইজে অভিযান চালিয়ে সাত হাজারটি আফিন মিশ্রিত সিরাপ ও তিনহাজারটি অবৈধ ট্যাবলেট জব্দ করেন। পরে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গৌর সাহাকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।