পাবনা জেলা বিএনপির ৪০০ ইউনিট কমিটি বিলুপ্ত ঘোষণা
পাবনা জেলা বিএনপি দলের সাংগঠনিক কাঠামো শক্তিশালী ও কার্যক্রম গতিশীল করতে নয়টি উপজেলা, নয়টি পৌরসভা, ৭৬টি ইউনিয়ন ও তিন শতাধিক ওয়ার্ড কমিটি বিলুপ্ত করা হয়েছে। আজ শনিবার দুপুরে জেলা বিএনপি কার্যালয়ে আহ্বায়ক কমিটির এক বিশেষ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
পাবনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ও সদস্য সচিব সিদ্দিকুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
পাবনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব সিদ্দিকুর রহমান জানান, জেলা বিএনপির সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটি জেলার বিএনপি নেতাকর্মীদের নিয়ে একটি যুগোপযোগী কমিটি করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নিয়েছে। আগে আমাদের মধ্যে নানা কারণে মতভেদ থাকলেও বর্তমানে সব বিভেদ ভুলে এক সঙ্গে কাজ করার জন্যে সবাই অঙ্গীকারাবদ্ধ।
সভায় আগামী ২৯ সেপ্টেম্বর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত একটি বিশাল সমাবেশ সফল করতে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এ ছাড়া আজ শনিবার আয়োজিত বিশেষ সভায় সর্বসম্মতিক্রমে জেলার সব ইউনিটের প্রায় ৪০০ কমিটি বিলুপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে সদস্য সচিব ছিদ্দিকুর রহমান ছিদ্দিকের পরিচালনায় সভায় আরো উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান মাস্টার, সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার খন্দকার হাবিবুর রহমান তোতা, সাবেক এমপি এ কে এম সেলিম রেজা হাবিব, আব্দুস সামাদ খান মন্টু প্রমুখ।
পাবনা জেলা বিএনপির সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক প্রকৌশলী হাবিবুর রহমান তোতা বলেন, বর্তমানে আমাদের মূল লক্ষ্য খালেদা জিয়াকে কারামুক্ত করা। সে জন্য নতুন নেতৃত্ব তৈরি করতে কমিটি বিলুপ্তির এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।