‘কর্মসূচিতে দেরি হয়নি, ভুলগুলো ক্ষমাসুন্দর চোখে দেখবেন’

Looks like you've blocked notifications!
ছাত্রদলের নতুন সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় বিএনপির মহাসচিবসহ একাধিক নেতারা উপস্থিত ছিলেন। ছবি : এফএনএস

জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন সভাপতি ফজলুর রহমান খোকন জানিয়েছেন, বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি দেরিতে শুরু হয়নি। বরং দেরি যেন না হয় তারজন্য নির্ধারিত সময়ের আগেই ছাত্রদলের নেতাকর্মীদের ডাকা হয়েছে।

আজ শনিবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান ছাত্রদলের নতুন নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক। তবে ছাত্রদলের নেতাকর্মীদের দেওয়া নির্ধারিত সময়ের পরে ওই কর্মসূচি আয়োজিত হয় বলে অভিযোগ উঠে। আর নতুন সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল সমালোচনার মুখে পড়েন।

ফজলুর রহমান খোকন বলেন, ‘আমাদের ভুলগুলো আপনারা ক্ষমা সুন্দর চোখে দেখবেন। আমরা মানুষ, নতুন দায়িত্ব নিয়েছি।’

 গত বুধবার দীর্ঘ ২৭ বছর পর ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব পেয়েছে ছাত্রদল। এরই পরিপ্রেক্ষিতে ছাত্রদল প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ছাত্রদলের নতুন সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল এবং সাবেক ছাত্র নেতারা সেখানে শ্রদ্ধা নিবেদন করেন ও ফাতেহা পাঠ করেন।

কর্মসূচিতে বিলম্ব প্রসঙ্গে এনটিভি অনলাইনের সঙ্গে কথা বলেন ছাত্রদলের সভাপতি খোকন ও সাধারণ সম্পাদক শ্যামল। ফজলুর রহমান খোকন বলেন, ‘আমরা নির্বাচিত হওয়ার পরদিন শুক্রবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর সিদ্ধান্ত নিয়েছিলাম। পরবর্তীতে সিনিয়র নেতাদের পরামর্শে আজ শ্রদ্ধা জানাই। আমাদের প্রধান অতিথি মহাসচিব স্যার (মির্জা ফখরুল ইসলাম আলমগীর) আমাদের সকাল ১১টায় সময় দেন। আমরা সেই অনুসারে হাতে সময় রেখে সবাইকে শ্রদ্ধা জানানোর সময় জানাই।’

ছাত্রদলের সভাপতি বলেন, ‘মহাসচিব স্যার ১১ টায় সময় দেওয়ার ফলে নেতাকর্মীসহ সবাইকে বলেছি সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে উপস্থিত হতে। ফলে দলীয় কার্যালয় থেকে সাড়ে ১০টার কথা বলে বার্তা পাঠানো হয়। ৩০ মিনিট আগে বার্তা পাঠানোর ফলে অনেকে বলছেন প্রথম দিনই আমরা দেরি করে এসেছি। খোকন বলেন, ‘আমরা ১১ টা ১০ মিনিটে শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি শেষ করে বের হয়ে এসেছি। ১০টা ৪৫ মিনিটে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছি। তারপরও আমাদের ভুলগুলো আপনারা ক্ষমা সুন্দর চোখে দেখবেন। আমরা মানুষ, নতুন দায়িত্ব নিয়েছি।’

সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল বলেন, ‘আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার সময় দিয়েছেন সকাল ১১ টায়। সেই অনুসারে যাতে কেউ দেরি না করে আমরা সবাইকে ৩০ মিনিট থেকে ১ ঘন্টা আগে আসার জন্য বলেছি। ১০ টা ৪৫ মিনিটে আমরা মাজারে শ্রদ্ধা জানাই। ফলে বিষয়টা অনেকে দেরি হিসেবে দেখছেন।’ তিনি বলেন, ‘মহাসচিব স্যার ১১ টার সময় দিলেও তিনি এসেছেন নির্ধারিত সময়ের আগে। যার ফলে আমরা ১০ টা ৪৫ মিনিটে ফুল দিয়ে ১১ টা ১০ এর মাঝে সমাধি থেকে বের হয়েছি। তাছাড়া আমরা গত চার মাসেরও বেশি সময় সারা দেশ ঘুরেছি। খাওয়া ঘুম কোনোটাই ঠিক মত হয়নি। তারপরও আমরা চেষ্টা করেছি সুন্দর ও সফল ভাবে প্রোগ্রাম করতে। শ্যামল বলেন, ‘আমরা চেষ্টা করছি আমাদের সময়ের বিষয়ে সচেতন থাকতে। তারপর প্রতিকূল রাজনৈতিক পরিবেশ তো আছেই। আশা করি সবাই বিষয়টা ক্ষমা সুন্দর চোখে দেখবেন। আর সবার সহযোগিতা চাই আমরা।’