‘শিক্ষার বিনিময়ে মুনাফা অর্জনকারী শিক্ষাপ্রতিষ্ঠানকে অবশ্যই আয়কর দিতে হবে’

Looks like you've blocked notifications!
চট্টগ্রাম ভেটেরিনারি এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় মিলনায়তনে ‘আয়কর আহরণে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় আজ রোববার দুপুরে বক্তব্য দেন রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভুইয়া। ছবি : এনটিভি

রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভুইয়া বলেছেন, ‘যেসব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের থেকে শিক্ষার বিনিময়ে মুনাফা অর্জন করবে তাদের অবশ্যই আয়কর দিতে হবে। তবে আর্তমানবতার সেবা সংস্থাগুলো আয়করমুক্তের আবেদন বিবেচনা করবে রাজস্ব বোর্ড।’

আজ রোববার দুপুরে চট্টগ্রাম ভেটেরিনারি এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় মিলনায়তনে ‘আয়কর আহরণে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় মো. মোশাররফ হোসেন ভুইয়া এসব কথা বলেন।

সভায় জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য গোলাম কিবরিয়া, রওশন আরা আকতার, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. ইসমাইল খান, ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য  ড. গৌতম বুদ্ধ দাশ বক্তব্য দেন।

দেশে চার কোটি মানুষের কর দেওয়ার ক্ষমতা থাকলেও মাত্র ২০ লাখ মানুষ কর দেন জানিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, ‘দেশে কর আদায় না বাড়ালে সরকার চলতে পারবে না। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে অধিক হারে টাকা আদায় করে নিজস্ব ভবন তৈরি। কর কর্মকর্তাদের সমঝোতার মাধ্যমে দেশে কর আদায়ে নানা অনিয়ম হচ্ছে।’

রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আরো বলেন, ‘যদি ট্যাক্স হয় ১০ কোটি টাকা। যদি হিসাব দুই নম্বরি করি তাহলে পাঁচ কোটি টাকা দেই। এমনকি কেউ কেউ আবার এ রকমও হয়, আমাদের ট্যাক্স ডিপার্টমেন্টর অফিসারদের যাঁরা নিচের লেবেলে আছে তাঁদের সঙ্গে সমঝোতা করে সেখানে কমায়া দেয়। অডিট করতে গিয়েও যদি দেখি একটাকে কম দেখায়া ফালাইছে সেটা ধরতে গেলে সেখানেও আবার কায়দা করে সমঝোতা করে। এই ব্যাপারগুলোর কারণে আমাদের ট্যাক্স কালেকশন কম। এখনো দেশের মানুষকে আমরা বুঝায়া উঠতে পারছি না যে, আপনি দেশের কতকিছু ভোগ করতেছেন।’