দিনাজপুরে ঘুষের টাকাসহ হাতেনাতে দুজন আটক

Looks like you've blocked notifications!
দিনাজপুর জেলার হিসাবরক্ষণ অফিসে জেলা দুদকের অভিযানে ঘুষের টাকাসহ আটক অফিসের অডিটর আনোয়ার পাশা ও তুলা উন্নয়ন বোর্ডের ক্যাশিয়ার মো. ফেরদৌস হোসেন। ছবি : এনটিভি

দিনাজপুরে ঘুষের টাকাসহ দুজনকে আটক করেছে জেলা দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার বেলা ৪টার দিকে দুদকের দিনাজপুর জেলার হিসাবরক্ষণ অফিসে অভিযান চালানো হয়।

হিসাবরক্ষণ অফিসের অডিটর আনোয়ার পাশা ও দিনাজপুর তুলা উন্নয়ন বোর্ডের ক্যাশিয়ার মো. ফেরদৌস হোসেনকে আটক করে দুদক।

আটকদের কাছ থেকে ঘুষের নগদ ৩০ হাজার টাকা জব্দ করে দুদক। মো. ফেরদৌস হোসেন ঘুষের টাকার লেনদেনে জডিত ছিল।

উল্লেখ্য জনৈক ফরহাদ হোসেনের বাবা খলিলুর রহমান একসময় তুলা উন্নয়ন বোর্ডে চাকরি করতেন, পরবর্তীতে চাকরি থেকে তিনি অবসর নেন। সেই অবসরের টাকা তোলার জন্য ফরহাদ হোসেন জেলা হিসাবরক্ষণ অফিসে যোগাযোগ করলে সেখানকার অডিটর মো. আনোয়ার পাশা ৩০ হাজার টাকা উৎকোচ দাবি করেন। পরবর্তী সময়ে দুদক গোপন সংবাদের ভিত্তিতে হাতে নাতে তাঁদের আটক করেন। বর্তমানে আটককৃতরা জেলা দুর্নীতি দমন কার্যালয়ে রয়েছেন। তাঁদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।