গ্রেপ্তার এড়াতে খালে লাফ, সুনামগঞ্জে যুবলীগ নেতার লাশ উদ্ধার

Looks like you've blocked notifications!
ছাতকে গ্রেপ্তার এড়াতে খালে লাফ দেওয়ার প্রায় ২২ ঘণ্টা পর যুবলীগ নেতা আনোয়ার হোসেনের লাশ উদ্ধার করেছে পুলিশ। ছবি : সংগৃহীত

সুনামগঞ্জের ছাতক উপজেলায় গ্রেপ্তার এড়াতে খালে লাফ দেওয়ার প্রায় ২২ ঘণ্টা পর যুবলীগ নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার কাচুর সেতুর নিচ থেকে গতকাল রোববার বিকেলে লাশটি উদ্ধার করা হয়। এ খবর জানিয়েছে।

মৃত আনোয়ার হোসেন (৩৬) উপজেলা যুবলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য বলে জানিয়েছে বার্তা সংস্থা ইউএনবি।

এ বিষয়ে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, গত শনিবার রাতে আনোয়ার হোসেন মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে আশাকাচর-চানপুর সড়কের হাছন নগর কাচুর সেতু এলাকায় পুলিশ তাঁর গতিরোধ করে। পুলিশ আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করতে গেলে তিনি পার্শ্ববর্তী খালে লাফ দেন। এরপর পুলিশ তাঁকে খুঁজে না পেলে পরের দিন দুপুরে সিলেট থেকে ডুবুরিরা ঘটনাস্থলে গিয়ে কয়েক ঘণ্টা চেষ্টার পর আনোয়ার হোসেনের লাশ উদ্ধার করে।

ময়নাতদন্তের জন্য লাশ সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি মোস্তফা কামাল।