জয়পুরহাটে সেপটিক ট্যাঙ্কে গৃহকর্তাসহ দুজনের মৃত্যু
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শালাইপুর গ্রামে একটি নির্মাণাধীন সেপটিক ট্যাঙ্কের সাটারিংয়ের কাঠ ও বাঁশ খুলতে নেমে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে গৃহকর্তাসহ দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁদের উদ্ধার করতে গিয়ে আরো একজন বিষাক্ত গ্যাসে জ্ঞান হারান। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মৃতরা হলেন গৃহকর্তা মোহাম্মদ আলী (৩৪) ও একই উপজেলার বাঁশখুর গ্রামের নির্মাণ শ্রমিক নাঈম হোসেন। আহত ব্যক্তির নাম জাকারিয়া হোসেন।
গ্রামবাসীর বরাত দিয়ে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনছুর রহমান জানান, আজ সকালে শালাইপুর গ্রামে মোহাম্মদ আলীর বাড়িতে নির্মাণাধীন সেপটিক ট্যাঙ্কের সাটারিংয়ের কাঠ ও বাঁশ খোলার কাজ করছিলেন হতাহতরা। এর মধ্যে নির্মাণশ্রমিক নাঈম হোসেন ট্যাঙ্কে নেমে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে মারা যান। ওপর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে ওই সময় বাড়ির মালিক মোহাম্মদ আলী নিজে ট্যাঙ্কে নামলে তাঁরও মৃত্যু হয়।
পরে তাঁদের দুজনের সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশী জাকারিয়া হোসেন ট্যাঙ্কে নেমে অক্সিজেনের অভাবে তিনিও অসুস্থ হয়ে পড়েন। তাঁকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
এ ঘটনা জানতে পেয়ে পাঁচবিবি উপজেলা সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিস কর্মীরা সেপটিক ট্যাঙ্কের ভেতর থেকে দুজনের মৃতদেহ উদ্ধার করেন।