শেরপুরে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত

Looks like you've blocked notifications!
শেরপুরের নকলায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আহতদের হাসপাতালে ভর্তি করা হয়। ছবি : এনটিভি

শেরপুরের নকলা উপজেলায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার  মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন শাহ জানান, গতকাল রোববার রাতে উপজেলার গণপদ্দী বাজারের চিথলিয়ায় ঢাকা থেকে শেরপুরগামী এফ-জেড পরিবহনের একটি বাসের সঙ্গে শেরপুর থেকে নকলাগামী সিএনজিচালিত অটোরিকশার  মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থলে অটোরিকশাচালক বিল্লাল হোসেন (৪০) মারা যান। এ সময় গুরুতর আহত হন অটোরিকশার আরো পাঁচ যাত্রী। গুরুতর আহত অবস্থায় হাবিবুর রহমান নামের এক যাত্রীকে (৫৫) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। নিহত হাবিবুর নকলা উপজেলার চন্দ্রকোনা গ্রামের বাসিন্দা ছিলেন। রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অজ্ঞাত এক যাত্রী।

ওসি আলমগীর হোসেন শাহ জানান, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এর মধ্যে বাস ও সিএনজি অটোরিকশা জব্দ করে থানায় আনা হয়েছে।