রাজধানীতে মিলল ৪৬ লাখ ভারতীয় রুপি, আটক ৩

Looks like you've blocked notifications!
রাজধানীর কাকরাইলে ৪৬ লাখের বেশি রুপি জব্দ করেছে পুলিশ। ছবি : ডিএমপি

রাজধানীতে ৪৬ লাখেরও বেশি ভারতীয় রুপি জব্দ করেছে পুলিশ। আজ বুধবার সন্ধ্যায় কাকরাইল থেকে এসব রুপিসহ তিনজনকে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, রুপির পরিমাণ ৪৬ লাখ ৫৯ হাজার। কাকরাইলের এস এ পরিবহনে সিলেট থেকে আসা একটি লাগেজে ওই রুপিগুলো ছিল।

মতিঝিল জোনের সহকারী কমিশনার (এসি) মিশু বিশ্বাস এনটিভি অনলাইনকে এই তথ্য জানান। আটককৃতরা হলেন- ইয়াকুব (৪৫) ও হাসান (৩৫) এবং রুবেল (৩০)।

মিশু বিশ্বাস এনটিভি অনলাইনকে বলেন, ‘সিলেট থেকে রুপিগুলো এসেছিল ঢাকায়। ওই খবর আমরা জানতে পেরে সেখানে গিয়ে ৪৬ লাখ ৫৯ রুপি জব্দসহ তিনজনকে আটক করি।’

মিশু বিশ্বাস আরো বলেন, ‘প্রথমে রুপির লাগেজটি দুবাই থেকে সিলেটে যায়। পরে আমরা জানতে পারি আহাদ নামের একজন রুপির লাগেজটি ঢাকায় পাঠিয়েছে। ওই লাগেজটি নিতে এলে ইয়াকুব, হাসান এবং সিএনজিচালিত অটোরিকশার চালক রুবেলকে আমরা আটক করি। এই ঘটনায় তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।’