মোহামেডানের ডিরেক্টর ইনচার্জ লোকমান আটক

Looks like you've blocked notifications!
মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডিরেক্টর ইনচার্জ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক লোকমান হোসেন ভূঁইয়াকে গতকাল বুধবার রাতে অভিযানের পর আটক করেছে র‌্যাব। ছবি : সংগৃহীত

মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডিরেক্টর ইনচার্জ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক লোকমান হোসেন ভূঁইয়াকে অভিযানের পর আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর তেজগাঁও মনিপুরীপাড়ার নিজ বাসা থেকে লোকমানকে আটক করা হয় বলে এনটিভি অনলাইনকে জানিয়েছেন র‍্যাব-২-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ।

র‍্যাব কর্মকর্তা বলেন, 'সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে লোকমানের নিজ বাসায় আমরা অভিযান পরিচালনা করি। অভিযান শেষে তাঁকে আটক করে র‍্যাব-২ এর কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। এখন তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে।'

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক মিজানুর রহমান বলেন, 'অভিযান পরিচালনা করে লোকমানের বাসায় কয়েক বোতল বিদেশি অবৈধ মদ উদ্ধার করা হয়। এ ছাড়া তাঁর বাসায় বিপুল পরিমাণ ক্যাসিনোর টাকা ছিল বলে আমাদের কাছে তথ্য ছিল। যদিও আমরা টাকা পাইনি।'

মিজানুর রহমান আরো বলেন, 'সন্ধ্যার পর থেকেই লোকমানের বাড়িটি নজরদারিতে রেখেছিল র‌্যাব। রাত প্রায় সাড়ে ১০টার দিকে অভিযান শুরু করা হয়। সাড়ে ১২টার দিকে অভিযান শেষ হয়।'