সাঁতার না জানায় বাড্ডার ঝিলে প্রাণ গেল মজনুর
রাজধানীর বাড্ডা এলাকার বড় বেরাইদ ঝিল থেকে মজনু (৪০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত মজনু চুয়াডাঙ্গার বড়বাজার উপজেলার সাতগাড়িপাড়া গ্রামের ফোরকান আলীর ছেলে। বর্তমানে বাড্ডার আনন্দনগর এলাকায় থাকতেন তিনি।
বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) রমজান আলী জানান, গতকাল বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে বড় বেরাইদ ঝিলের পানিতে নামেন মজনুসহ তিন ব্যক্তি। মজনু সাঁতার জানতেন না। এ জন্য ঝিলের পানিতে ডুবে যান তিনি। বাকি দুজন ঝিল থেকে উঠে আসেন। এরপর পানিতে অনেক খোঁজাখুঁজির পরও মজনুকে পাওয়া যাচ্ছিল না।
আজ ভোরে ঝিলের পানিতে মজনুর লাশ ভেসে উঠলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) মর্গে পাঠানো হয়। এ ব্যাপারে বিস্তারিত তদন্ত চলছে বলে জানিয়েছেন এসআই রমজান আলী।