গোপালগঞ্জ বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইউজিসির তদন্ত সম্পন্ন
গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বদ্যিালয়ের (বশেমুরবিপ্রবি) পরিস্থিতি নিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন গঠিত পাঁচ সদস্যের তদন্ত দল আজ বৃহস্পতিবার তাঁদের কাজ সম্পন্ন করেছে।
তদন্তের শেষ দিনে দুপুর ১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত তদন্ত দল বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. খোন্দকার নাসির উদ্দিনের সঙ্গে কথা বলেন। তাঁর বক্তব্য তদন্ত কমিটির সদস্যরা তাঁদের মতো করে লিখে নেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ভিসিও লিখিত বক্তব্য দেন টিমের কাছে।
এ ছাড়া তদন্ত কমিটির সদস্যরা হামলায় আহত শিক্ষার্থী, সাধারণ ছাত্র, শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির তদন্ত করেন।
তদন্ত শেষে কমিটির প্রধান ড. মো. আলমগীর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, ‘জাতির পিতার নামের বিশ্ববিদ্যালয়ে যে অচলাবস্থা তা কীভাবে নিরসন করা যায়, এর উৎপত্তি কোথায়, বর্তমান পরিস্থিতি কী, এ অবস্থায় কী হতে পারে সেটা জানার জন্য আমরা পাঁচ সদস্যের টিম এসে গতকালই কাজ শুরু করেছি। বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক ও কর্মকর্তাসহ সর্বশেষ ভিসির সঙ্গে কথা বলেছি।
এছাড়া অন্যরা যাঁরা আমাদের সঙ্গে কথা বলতে চেয়েছে, তাঁদেরও আমরা সময় দিয়েছি। বিষয়টি আমরা জানলাম। এখন বিষয়টি আমাদের কাছে পরিষ্কার হয়েছে। আমাদের যেভাবে ইউজিসির মাননীয় চেয়ারম্যান মহোদয় তদন্ত কমিটি গঠন করেছেন। আমরা তাঁকে বিষয়টি জানাবো। তারপর এ বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে সিদ্ধান্ত হবে। আমরা আশা করি এমন একটি সিদ্ধান্ত হবে যাতে এ বিশ্ববিদ্যালয়ে ছাত্র, শিক্ষক ও কর্মকর্তাদের মধ্যে একটি সুন্দর অবস্থা বিরাজ করে। এ বিশ্বদ্যিালয়টি আবার অল্প সময়ের মধ্যে শিক্ষা ও গবেষণার দ্বারে ফিরে আসতে পরে।’