আটজনের বিরুদ্ধে মামলা
লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি নূর হোসেন মিঠু হত্যার ঘটনায় আটজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে নিহতের শ্বশুর নুরুল আমিন খোকন বাদী হয়ে জিল্লুর রহমান জিল্লালকে প্রধান আসামি করে চন্দ্রগঞ্জ থানায় এ হত্যা মামলা দায়ের করেন।
এদিকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার বিকেলে পারিবারিক কবরস্থানে নিহত মিঠুর লাশ দাফন করা হয়েছে।
মামলা দায়ের করার বিষয়টি জানিয়ে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, নূর হোসেন হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মামলায় উল্লেখ করা হয়, গতকাল বুধবার সকালে সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের কাঁঠালী গ্রামে ডোবা থেকে মাছ ধরাকে কেন্দ্র করে নূর হোসেনের শ্যালক প্রবাসী মিজানুর রহমানের সঙ্গে স্থানীয় বাসিন্দা জিল্লুর রহমান জিল্লালের বাগ্বিতণ্ডা হয়। এর জের ধরে জিল্লালের নেতৃত্বে কয়েক সন্ত্রাসী শ্বশুর বাড়িতে বেড়াতে আসা নূর হোসেনকে একা পেয়ে পিটিয়ে গুরুতর আহত করে। নূর হোসেনকে সদর হাসপাতালে ভর্তির পর অবস্থার উন্নতি না হওয়ায় ঢাকায় নিয়ে যাওয়া হয়। বিকেলে ঢাকায় যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
নিহত নূর হোসেন সদর উপজেলার দিঘলী ইউনিয়নের রমাপুর গ্রামের বাসিন্দা।