ফরিদপুরে ডেঙ্গুতে ব্যবসায়ীর মৃত্যু

Looks like you've blocked notifications!
আজ শনিবার সকাল ৭টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিরাজুল ইসলামের লাশ ঘিরে স্বজনদের আহাজারি। ছবি : এনটিভি

ফরিদপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সিরাজুল ইসলাম (৪০) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল ৭টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ (ফমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ফমেক হাসপাতালের পরিচালক ডা. কামদা প্রসাদ সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ নিয়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ফমেক হাসপাতালে শিশুসহ ১০ রোগীর মৃত্যুর ঘটনা ঘটল।

সিরাজুল ইসলামের স্ত্রী মাসুদা আক্তার জানান, গত ২৪ তারিখ মঙ্গলবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ফমেক হাসপাতালে ভর্তি হন সিরাজুল। এরপর থেকে তাঁর অবস্থা অপরিবর্তিত ছিল। পরে আজ সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মার যান তিনি।

মাসুদা আক্তার বলেন, ‘আমরা স্বামীর ব্যবসা সূত্রে মাদারীপুরের শিবচর উপজেলায় আমরা বসবাস করি। সেখানেই তাঁর লাশ দাফন করা হবে।’

এদিকে সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ২৫ জন। বর্তমানে জেলার হাসপাতালগুলোতে মোট চিকিৎসা নিচ্ছে ২০৩ জন। গত ২০ জুলাই থেকে এ পর্যন্ত দুই হাজার ৭৯৫ জন চিকিৎসা নিয়েছে। এর মধ্যে ছাড়পত্র নিয়ে বাড়িতে ফিরে গেছে দুই হাজার ১৪৬ জন রোগী। আর ঢাকায় রেফার্ড করা হয়েছে ৪৩৭ জনকে।

জেলার সরকারি হিসাব মতে, ফরিদপুরে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শিশুসহ ১০ জনের মৃত্যুর ঘটনা ঘটল।