সম্রাট গ্রেপ্তার কি না, দ্রুতই জানা যাবে : স্বরাষ্ট্রমন্ত্রী

Looks like you've blocked notifications!

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট গ্রেপ্তার কি না, তা দ্রুতই জানা যাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

আজ শনিবার দুপুরে রাজধানীর সোনারগাঁওয়ে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

যুবলীগের বহুল আলোচিত ও সমালোচিত নেতা সম্রাটের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘তার (সম্রাট) সম্পর্কে আপনারা অনেক কথা বলছেন। আর আমরা বলছি, সে সম্রাট হোক আর যেই হোক, অপরাধ করলে তাকে আমরা আইনের আওতায় নেব।’

মন্ত্রী আরো বলেছেন, ‘যেহেতু অভিযানটি র‍্যাব শুরু করেছে, ক্যাসিনোর সব অভিযান র‍্যাবই পরিচালনা করবে। তথ্য ছাড়া অযথা কাউকে যেন হয়রানি না করা হয়, সেজন্য আমাদের এই পরিকল্পনা।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘এটা আমরা অভিযান বলব না। এটা সব সময় হয়ে থাকে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ একটি পর্যায়ে পৌঁছে গেছে। সে অবস্থানে টিকে থাকার জন্য সাসটেইনেবল ডেভেলপমেন্টের জন্য সুশাসন প্রতিষ্ঠা করতে চাচ্ছেন। এবং এটার জন্য তিনি সবাইকে আইন মেনে চলতে বলেছেন এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে বলেছেন। সেজন্য যেই অপরাধ করুক, যে ধরনের অপরাধই হোক তাকে আইনের আওতায় আনা হবে।’

চাঁদাবাজি, ক্ষমতার অপব্যহার, মাদক ব্যবসাসহ নানা অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগের সভাপতি  মো. রেজোয়ানুল হক চৌধুরী শোভন  ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার পরই যুবলীগ নেতাদের সীমাহীন  অপকর্মের বিষয়টি আলোচনায় আসে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রলীগের দুই কেন্দ্রীয় নেতার অব্যাহতি প্রসঙ্গে টেনে বলেছেন, ‘যুবলীগের কয়েকজন নেতা আছেন তাদের অপরাধ আরো বেশি। তাদেরও ধরা হবে।’

প্রধানমন্ত্রীর এ বক্তব্যের পরই নড়েচড়ে বসেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।  গত ১৮ সেপ্টেম্বর যুবলীগ নেতা খালিদ মাহমুদের ক্যাসিনোতে অভিযান চালিয়ে বিপুল নগদ টাকা, মাদক উদ্ধার করে। ওই দিনই যুবলীগ নেতা খালিদকে গ্রেপ্তার করা হয়।

যুবলীগের আলোচিত নেতা খালিদকে গ্রেপ্তারের দুদিনের মাথায় ২০ সেপ্টেম্বর যুবলীগের আরেক নেতা জি কে শামীমের নিকেতনের বাসায় র‍্যাব অভিযান চালায়। র‍্যাব প্রথমে শামীমের সাতজন গানম্যানকে তাঁর বাসভবন থেকে গ্রেপ্তার করে। পরে তাঁর কার্যালয়ে অভিযান চালিয়ে নগদ এক কোটি ৮০ লাখ টাকা ও প্রায় ২০০ কোটি টাকার এফডিআর উদ্ধার করে।

ওই দিনই রাত দেড়টায় যুবলীগের আলোচিত নেতা সম্রাট তাঁর সশস্ত্র দলবল নিয়ে কাকরাইলের কার্যালয়ে গিয়ে অবস্থান নেন। দুদিন সেখানে অবস্থানের পর তিনি কার্যালয় ত্যাগ করে আত্মগোপনে চলে যান। এর পরই তাঁর আটক বা গ্রেপ্তার নিয়ে আলোচনার ডালপালা মেলে।

গত সোমবার এক সংবাদ সম্মেলনে সম্রাটের বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘অপরাধী যত ক্ষমতাশালীই হোক, রেহাই পাবে না। গা-ঢাকা দিয়েও কেউ আত্মরক্ষা করতে পারবে না। আইনের আওতায় তাকে আসতেই হবে।’ ওই দিনই সম্রাট ও তাঁর স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার ঘোষণা দেয় সরকার।