শেখ হাসিনা অনেক ভালো মানুষ : বিএনপি নেতা নিতাই রায়

Looks like you've blocked notifications!
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজ শনিবার যশোরে আয়োজিত এক মানববন্ধনে কথা বলেন দলের ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী। ছবি : এনটিভি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক ভালো ও সৎ মানুষ বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী। তিনি বলেছেন, শেখ হাসিনার মতো সৎ ও ভালো মানুষ হয় না। কিন্তু  তাঁর চারপাশে সব চোর-ডাকাত।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজ শনিবার বেলা ১১টার দিকে যশোর জেলা স্বেচ্ছাসেবক উদ্যোগে জেলা বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে এ কথা বলেন নিতাই রায় চৌধুরী।

বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী বলেন, ‘সম্পূর্ণ দেশটা লুটপাটে ভরে গেছে। লুটেরা অর্থনীতি দেশটাকে শাসন করছে। এটাকে এখন আর প্রমাণের ব্যাপার নেই। এখানে বাংলাদেশ ব্যাংক লুট হয়েছে। ভল্ট থেকে সোনা চুরি হয়ে গেছে। এখানে সোনালী ব্যাংকের ২৫ হাজার কোটি টাকা, রূপালী ব্যাংকের ২০ হাজার কোটি টাকা, বেসিক ব্যাংকের ২২ হাজার কোটি টাকা, জনতা ব্যাংকের ১৫ হাজার কোটি টাকা, কৃষি ব্যাংকের ২০ হাজার কোটি টাকা, এই হাজার হাজার কোটি টাকা গোটা কতক মানুষ যারা শেখ হাসিনার ডান পাশে, বাম পাশে থাকেন, তারা এই সমস্ত টাকাপয়সা লুটপাট করে নিয়ে দেশের বাইরে চলে গেছেন। এখানে আপনার প্রকল্পের নামে যে প্রকল্পগুলো হচ্ছে সেখানে হাজার হাজার কোটি টাকা লুটপাট-দুর্নীতি করা হচ্ছে। অতএব এই দেশের অর্থনীতি সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে। দেশে চুরি, বাটপারি এবং এই দেশটা লুটপাট সমিতি, আওয়ামী লীগ লুটপাট সমিতিতে পরিণত হয়েছে।’

আওয়ামী সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করে বিএনপি নেতা নিতাই রায় চৌধুরী বলেন, ‘শেখ হাসিনা অনেক ভালো মানুষ। শেখ হাসিনা ভালো মানুষ। আমরাও মনে করি, শেখ হাসিনা খুব ভালো মানুষ। তাঁর মতো সৎ মানুষ হয় না। খুব সুন্দর। যেমন চেহারা তেমন তাঁর কথাবার্তা, তেমন তাঁর চালচালন, তেমন শাড়ি পরেন। অতএব তাঁর মতো সৎ ও ভালো মানুষ হয় না।’

এক বন্ধুর কথার প্রসঙ্গ টেনে নিতাই রায় চৌধুরী বলেন, ‘আমার এক বন্ধু বলেছেন, সেই কথার আমি পুনরাবৃত্তি করছি। (শেখ হাসিনার) তাঁর বা পাশে ওই ব্যাংক ডাকাত, ডান পাশে ওই খনি ডাকাত, সামনে ওই বালুচর ডাকাত, পেছনে চোর, মাথার ওপর আছে ভয়ংকর ক্যাসিনো ডাকাত। ’

পরে অবিলম্বে এ সরকারকে পদত্যাগ করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবি  জানান নিতাই রায় চৌধুরী।

যশোর জেলা সভাপতি রবিউল ইসলামের নেতৃত্বে ঘণ্টাব্যাপী মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির আহ্বায়ক নার্গিস ইসলাম ও সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুসহ জেলার নেতারা।