দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি

প্রকল্পের প্রতিটি টাকা ব্যবহার হলে দেশ আরো উন্নত হতো

Looks like you've blocked notifications!
যুক্তরাষ্ট্র সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার বিকেলে নিউইয়র্কের হোটেল ম্যারিয়ট মারকুইসে আওয়ামী লীগের উদ্যোগে নাগরিক সংবর্ধনায় বক্তব্য দেন। ছবি : এনটিভি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, অসৎ পথে উপার্জন করে কেউ যদি ধরা পড়েন, তাহলে তিনি আওয়ামী লীগের হলেও তাঁকে ছাড় দেওয়া হবে না। 

এ সময় প্রধানমন্ত্রী বাংলাদেশের অব্যাহত উন্নয়নের চিত্র তুলে ধরে আরো বলেন, ‘যে পরিমাণ উন্নয়ন প্রকল্প আমরা নিচ্ছি, তার প্রতিটি টাকা যদি ব্যবহার হতো, তাহলে বাংলাদেশ আজকে অনেক দূর আরো উন্নত হতে পারত। এখন আমাকে খুঁজে বের করতে হবে যে কোথায় লুপ-হোল, কোথায় ঘাটতিটা, কারা কোথায় কীভাবে এই জায়গাটাকে ক্ষতিগ্রস্ত করছে।’

‘আরেকটা জিনিস আমি দেখতে বলে দিয়েছি, সেটা হলো কার আয়-উপার্জন কত আর তাঁর চালচলন কেমন,’ যোগ করেন আওয়ামী লীগ সভাপতি।

যুক্তরাষ্ট্র সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শনিবার স্থানীয় সময় বিকেলে নিউইয়র্কের হোটেল ম্যারিয়ট মারকুইসে যুক্তরাষ্ট্র শাখা আওয়ামী লীগের উদ্যোগে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়। সেই অনুষ্ঠানে আওয়ামী লীগ সভাপতি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।

সভায় জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক ও দুর্নীতি—এসবের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা উল্লেখ করে সরকারপ্রধান বলেন, ‘অসৎ পথ ধরে কেউ উপার্জন করলে তাঁর এই অনিয়ম, উচ্ছৃঙ্খলতা বা এই অসৎ উপায় যদি ধরা পড়ে, তিনি যেই হোক না কেন, আমার দলের হলেও আমি তাঁকে ছাড় দেব না। তাঁর বিরুদ্ধে আমাদের ব্যবস্থা অব্যাহত থাকবে।’