চাঁদপুরে মামাকে হত্যার দায়ে তিন ভাগ্নেসহ চারজনের যাবজ্জীবন

Looks like you've blocked notifications!
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মামাকে হত্যার দায়ে দণ্ডপ্রাপ্ত তাঁর তিন ভাগিনাসহ চার আসামি। ছবি : এনটিভি

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কাপড় ব্যবসায়ী আবদুল মতিন প্রধানকে হত্যার দায়ে তাঁর তিন ভাগ্নেসহ চারজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ ও প্রত্যেককে ৩০ হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত। আজ রোববার দুপুরে চাঁদপুরের জেলা ও দায়রা জজ মো. জুলফিকার আলী খান এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন মতলব উত্তর উপজেলার কোয়রকান্দি এলাকার আবুল কালাম (৫০), মো. বাবুল (৪২), মো. খোকন (৪৫) ও কিশোরগঞ্জের কাটিয়াদী থানার আশুরকান্দা এলাকার মো. লিটন (১৯)।

নিহত মতিন ও আসামি তিনজন সম্পর্কে মামা-ভাগিনা। সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ২০১৫ সালের ৭ জুলাই রাতে মতিনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন আসামিরা। আহত মতিন পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ ঘটনায় নিহত আবদুল মতিনের মেয়ে নাছিমা বেগম মতলব উত্তর থানায় হত্যা মামলা করেন। রায়ের সময় আসামিরা আদালতে উপস্থিতি ছিলেন।

প্রায় চার বছর মামলাটি চলমান থাকা অবস্থায় আদালত ১৮ জনের সাক্ষ্য নেন এবং মামলার নথিপত্র পর্যালোচনা করে এ রায় দেন।