সিলেটে নতুন ১৪ বিদ্যালয়ে মিড ডে মিল চালু
সিলেট বিভাগের চার জেলার নতুন ১৪টি মাধ্যমিক বিদ্যালয়ে মিড ডে মিল কার্যক্রমের উদ্বোধন করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ রোববার দুপুরে সিলেট অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে মিড ডে মিল কার্যক্রমের উদ্বোধন করা হয়।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ‘প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করে যাচ্ছেন। সেখানে শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সেই শিক্ষার ক্ষেত্রে আমাদের শিক্ষার্থীরা তাদের যদি পরিপূর্ণ বিকাশের সহযোগিতা দিতে হয় তাহলে তারা যেন ক্ষুধার্ত না থাকে, তাদের পুষ্টির যেন অভাব না হয়। সেই চিন্তা থেকেই সারা দেশে এই মিড ডে মিল চালু করার প্রচেষ্টা করা হচ্ছে।’
শিক্ষামন্ত্রী আরো বলেন, ‘সবাইকে নিয়েই আমরা বৃহত্তর সিলেটে এই কর্মসূচির উদ্বোধন করতে এসেছি। এখানে ৬২২টি প্রতিষ্ঠান। এর মধ্যে ১৮টি উপজেলায় শতভাগ বিদ্যালয়ে মিড ডে মিল চালু করা হয়েছে। এতে প্রায় দুই লাখ ৭০ হাজার শিক্ষার্থী অন্তর্ভুক্ত রয়েছে। বাকি বিদ্যালয়গুলোতে পর্যায়ক্রমে এ কর্মসূচি চালু করা হবে। আমাদের সবারই সন্তানদের পুষ্টি ও শিক্ষার ব্যাপারে সচেতন হতে হবে। কেননা এরাই আমাদের ভবিষ্যৎ, এরাই আমাদের পরবর্তী প্রজন্ম। তারা যদি সুস্থ দেহে সুস্থ মনে তাদের মেধা বিকাশে পরিপূর্ণ সুযোগ পায় তাহলেই এই বাংলাদেশকে আমরা স্বপ্নের জায়গায় নিয়ে যেতে পারব।’
প্রতিষ্ঠানে স্বাস্থ্যসম্মত রান্নার জায়গা এবং পরিবেশন করার জন্য জনবলের ব্যবস্থা করা হবে বলে জানান ডা. দীপু মনি।
এ সময় শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান নওফেল উপস্থিত ছিলেন।
মিড ডে মিল চালু হওয়া ১৪টি বিদ্যালয়ের মধ্যে সিলেটে দুটি, মৌলভীবাজারে তিনটি, হবিগঞ্জে চারটি ও সুনামগঞ্জের পাঁচটি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে।