জামালপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের ৯ দালাল আটক

Looks like you've blocked notifications!
জামালপুর আজ রোববার আটককৃত আঞ্চলিক পাসপোর্ট অফিসের দালালচক্রের ৯ সদস্য। ছবি : এনটিভি

জামালপুরের আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে দালালচক্রের নয় সদস্যকে আটক করেছে র‌্যাব-১৪। আজ রোববার বিকেলে শহরের কাচারীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে আটককৃতদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।

র‌্যাব ১৪-এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মো. তোফায়েল আহম্মেদ মিয়া জানান, দীর্ঘদিন থেকে জামালপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে আসা বিভিন্ন ব্যক্তিদের কাছ থেকে পাসপোর্ট করিয়ে দেওয়ার কথা বলে অতিরিক্ত টাকা আদায় এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে আজ অভিযান চালানো হয়। এ সময় ঘটনাস্থল থেকে চিহ্নিত দালালচক্রের নয় সদস্যকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে বিভিন্ন ব্যক্তির পাসপোর্ট ও আবেদন ফরমসহ প্রয়োজনীয় কাগজপত্র উদ্ধার করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু আব্দুল্লাহ খান আটককৃত নয়জনের মধ্যে সাতজনকে তিন মাসের কারাদণ্ড, অপর দুজনকে ৫০০ টাকা জরিমানা ও অনাদায়ে সাত দিনের কারাদণ্ড দেন।

কারাদণ্ডপ্রাপ্ত সাতজন হলেন আব্দুল্লাহ, রানা, সুমন, হৃদয়, বাদশা, আরিফুল ইসলাম ও লুৎফর। এ ছাড়া মিলন ও মুরাদকে ৫০০ টাকা করে জরিমানা করা হয়।