মাগুরায় দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫, ভাঙচুর, আটক ৩

Looks like you've blocked notifications!
মাগুরা সদর উপজেলার দোড়ামথনা গ্রামে আজ রোববার আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহতদের কয়েকজন। ছবি : এনটিভি

মাগুরা সদর উপজেলার দোড়ামথনা গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। এ সময় একটি দোকানসহ ১০টি বাড়ি ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। আজ রোববার বিকেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

রাঘবদাইড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ফজর আলী জানান, আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় রাঘোবদাইড় ইউনিয়নের ১ নম্বর ওয়াডের্র মেম্বার প্রার্থী রমজান ও আহম্মদ আলীর নেতৃত্বে স্থানীয় গ্রামবাসীর মধ্যে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে আজ বিকেলে আহম্মদ সমর্থক জহুরের কাছে পাওনা টাকা চাওয়া নিয়ে তাঁর আপন ছোটভাই রমজান ও খয়বরের সঙ্গে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। যা নিয়ে উত্তেজনার একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। এ সময় সংঘর্ষে উভয় পক্ষের ১৫ জন আহত এবং একটি দোকানঘরসহ ১০টি বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ১০ জনকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ সময় তিনজনকে আটক করে পুলিশ।