ব্রাহ্মণবাড়িয়ায় রাস্তা সম্প্রসারণে অবৈধভাবে বাড়িঘর ভাঙার অভিযোগ

Looks like you've blocked notifications!
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার রাস্তা সম্প্রসারণে এভাবে বিনা নোটিশে বাসাবাড়ি ভাঙা হয় বলে অভিযোগ করেন স্থানীয়রা। ছবি : এনটিভি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পৌরসভার কাউন্সিলরের বিরুদ্ধে অবৈধভাবে বাড়ি ভাঙার অভিযোগ উঠেছে। এতে চরম নিরাপত্তাহীনতায় রয়েছে কয়েকটি পরিবার।

জানা যায়, কর্তৃপক্ষ রাস্তা সম্প্রসারণের জন্য বিনা নোটিশে পৌর এলাকার পদ্মপাড়ার ৪ নম্বর ওয়ার্ডের বেশ কয়েকটি ভবন ও সীমানা প্রাচীর কাউকে কয়েকদিন আগে হঠাৎ করে গুঁড়িয়ে দেয়। এতে এই এলাকার বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

স্থানীয় বাসিন্দা ভুক্তভোগী নারগিস জানান, স্থানীয় কমিশনার দেলোয়ার হোসেনসহ কয়েকশ লোক এ হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়।

পুরুষ অভিভাবক না থাকায় বর্তমানে কয়েকটি পরিবারের নারী ও শিশুদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। এতে তাঁদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যহত হচ্ছে। তাঁরা এ ঘটনায় জড়িত দায়ীদের বিচারের দাবি করেন।

নবীনগর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কমিশনার দেলোয়ার হোসেন এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘মেয়রের নির্দেশেই আমরা গিয়েছি।’

এ বিষয়ে নবীনগর পৌরসভার মেয়র মাইন উদ্দিন মাইনু বলেন, ‘আমি জায়গাটি মাপার জন্য পাঠিয়েছিলাম। উত্তেজিত জনতা তা ভাঙচুর করে।’