ট্রলারের ধাক্কায় পড়ে গিয়ে বঙ্গোপসাগরে তিন জেলে নিখোঁজ
বঙ্গোপসাগরে মাছ ধরার সময় চট্টগ্রামের এফ বি সেমিপাওয়ার-৪ নামের ট্রলারের ধাক্কায় বাগেরহাটের শরণখোলার এফ বি আল-কারিম নামের ফিশিং ট্রলারের তিন জেলে সাগরে পড়ে নিখোঁজ রয়েছেন। আজ সোমবার দুপুরে উপজেলার রাজৈর মৎস্য অবতরণ কেন্দ্রে ফিরে আসার পর এ কথা জানান এফ.বি আল-কারিমের মাঝি মো. আলম।
মাঝি আলম বলেন, ‘রোববার দিবাগত রাত ২টার দিকে বঙ্গোপসাগরে ১ নম্বর ফেয়ারওয়ে বয়া থেকে প্রায় ৬০ নটিক্যাল মাইল দক্ষিণে গভীর সাগরে মাছ ধরছিলেন তারা। এ সময় চট্টগ্রামের এফ বি সেমিপাওয়ার-৪ নামের ট্রলারটি এসে তাদের ট্রলারে সজোরে ধাক্কায় দেয়। এতে তাদের ট্রলারে থাকা পাঁচ জেলে সাগরে পড়ে যায়। এদের মধ্যে দুই জেলেকে উদ্ধার করা গেলেও জাফর (৩৫), খোকন (২৮) ও মনির (২৫) এখনো নিখোঁজ রয়েছেন।
এ ছাড়া আহত হয়েছেন সুমন মোল্লা (২৮), আলামিন (৩২), ইসমাইল (২৫) ও সোলায়মান (৩০)। নিখোঁজ জেলেদের বাড়ি বাগেরহাটের শরণখোলা উপজেলার বিভিন্ন গ্রামে।